সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেশিরভাগ ডিভোর্স ভালোবেসে বি’য়ে’র ক্ষে’ত্রেই হয়, ম’ন্ত’ব্য সুপ্রিম কোর্টের বিচারপতির

বর্তমানে বিয়ের সংখ্যা যত হচ্ছে তার থেকে অনেকটাই বারছে বিচ্ছেদের সংখ্যা। বিচ্ছেদের কারণ কি তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন বক্তব্য রেখে থাকেন। কিন্তু সঠিক করেই কোন নির্ভরযোগ্য কারণ বলা সম্ভব নয়। তবে এই নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ কি জানেন?

দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি বলছেন প্রেমের বিয়ের ক্ষেত্রেই সবচেয়ে বেশি ডিভোর্স হয়! অধিকাংশ ক্ষেত্রে বিচ্ছেদের হেতু হিসেবে দেখানো হয় মন এবং মতের অমিল। অথচ দুটি মানুষের দীর্ঘদিনের মতের সম্মতিতে প্রেমজ বিয়ের সম্পন্ন হয়।।

অনেকে বলে থাকেন মহিলারা নাকি আর্থিকভাবে স্বাবলম্বী হলে ডিভোর্সের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। আর কেউ বলে থাকেন গার্হস্থ হিংসার কারণেই হয় ডিভোর্স। ডিভোর্স নিয়ে বলতে গেলে উঠে আসে প্রায় হাজার খানা কারণ।

এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের অভিজ্ঞ বিচারপতি যা জানিয়েছেন তা কি সত্যিই প্রাসঙ্গিক? তিনি বলেন অধিকতর সচ্ছল হলে তাদের বৈবাহিক জীবনে বিচ্ছেদ ঘটতে পারে।

সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি বিবাহ বিচ্ছেদের মামলার শুনানি ছিল সেখানেই বিচারপতি বিআর গাভাই এবং সঞ্জয় করলের বেঞ্চ এমনই মন্তব্য করেন।

ওই মামলার একজন কৌশলী আদালতের কাছে জানতে চেয়েছিলেন যে এই বিয়েটি দুজনের মধ্যে প্রেম হওয়ার পরে হয়।। তার কথা শুনে আদালত জানায় অধিকাংশ বিবাহবিচ্ছেদ শুধুমাত্র প্রেমের বিবাহ থেকেই উদ্ভূত হয়ে থাকে।

এরপর স্বামী স্ত্রীর মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দেওয়া হয় আদালতের তরফে। যদিও স্বামী এই প্রস্তাবের বিরোধিতা করেন। তবে আদালত জানিয়েছে বিবাহ বিচ্ছেদ তার সম্মতি ছাড়াই মঞ্জুর হতে পারে।