সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধা’ক্কা খেলেন সাধারণ মানুষেরা, লিটার প্রতি দা’ম বা’ড়’লো দুধের, জানুন নয়া মূ’ল্য

নতুন বাজেটের পর এবার আমূলের পক্ষ থেকে এক বড় ধাক্কা সাধারণ মানুষের জন্য। লিটার প্রতি ৩ টাকা দাম বাড়িয়েছে আমূল। আমূল ইন্ডিয়ার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে লিটার প্রতি ৩ টাকা করে দাম বৃদ্ধি করল তারা। ডিসেম্বরের শুরুতেই দুধ বিক্রেতা মাদার ডেইরি দিল্লি এন্সি আর অঞ্চলে লিটার প্রতি ২ টাকা বৃদ্ধি করেছিল।

গত বছর পঞ্চম বারের মতো তারা দাম বাড়িয়েছিল। এবার সেই তালিকায় নাম লেখালো আমূল। গুজরাট কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে আমূল প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি করল।

আজ ৩ রা ফেব্রুয়ারী থেকে দুধের নতুন দাম ধার্য হবে বলে জানিয়েছে তারা। ডিসেম্বরেও আমূলের দুধের দাম বৃদ্ধি করার আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু তারা জানায় এখনই কোনো দাম বৃদ্ধি করার পরিকল্পনা নেই।

আরো খবর: এখানে ছেলেরা বি’য়ে’র পর যান শ্বশুরবাড়ি, পণের টা’কা নেন কনেরা! বি’য়ে’র প্রথা শুনলে অ’বা’ক হবেন

তবে এবার যখন দাম বৃদ্ধি করল তারা, তখন কংগ্রেস বিজেপির আচ্ছে দিনের স্লোগান উল্লেখ করে কটাক্ষ করেছেন। তারা টুইট করে বলেছে, এবার লিটার প্রতি দুধের দাম ৩ টাকা করে বাড়তে চলেছে।

গত এক বছরেদাম বেড়েছে ৮ টাকার মতো। ২০২২ সালের ফেব্রুয়ারীতে আমূল গোল্ডের দাম ছিল ৫৮ টাকা লিটার, এবার সেটাই এখন ৬৬ টাকা হয়েছে, এটাই নাকি বিজেপির আচ্ছে দিন।