সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“বিউটি পার্লার স্ট্রো’ক”-এ আ’ক্রা’ন্ত হলেন মহিলা, শ্যাম্পু করতে গিয়েই বি’প’ত্তি

পছন্দের পার্লারে গিয়ে নিজেকে সাজাতে কার না ভালো লাগে বলুনতো! সারা মাসে কাজের মাঝে একদিন অন্তত রাখা উচিত যেদিন পার্লারে গিয়ে একটু রিল্যাক্স হওয়া যায়। সেরকমই হায়দ্রাবাদের এক মহিলা সালোঁয় গিয়েছিলেন চুল কাটতে। সেখানে চুল কাটার আগে শ্যাম্পুও করা হয়। আর তখনই ঘটে যায় এক মারাত্মক ঘটনা। সেই মহিলা আক্রান্ত হন এমন এক স্ট্রোকে, যা সম্বন্ধে আমরা ভাবি পর্যন্ত না। কি অবাক হচ্ছেন তো!

পঞ্চাশ বছরের ওই মহিলা আক্রান্ত হয়েছিলেন ‘বিউটি পার্লার স্ট্রোক’-এ। এ প্রসঙ্গে চিকিৎসকদের মত, অনেক সময় পার্লারে ম্যাসাজ বা শ্যাম্পু করানোর সময় ঘাড় ও মাথার মাঝের অংশে এমনভাবে চাপ পড়ে যার ফলে সংবেদনশীল রক্তবাহিকাগুলিতে চাপ পড়ে সেখান থেকে স্ট্রোক হয়। এই ধরনের স্ট্রোকই হল ‘বিউটি পার্লার স্ট্রোক’।

হায়দ্রাবাদের ওই মহিলার ক্ষেত্রেও এই ধরণের ঘটনা ঘটে। শ্যাম্পু করার সময় যখন তার মাথা বেসিনে হেলিয়ে দেওয়া হয়েছিল তখনই তার ঘাড়ের কাছে চাপ পড়ে। সেখানকার এক রক্তবাহিকা ক্ষতিগ্রস্ত হয়ে স্ট্রোক হয়েছে। সাথে সাথে ওই মহিলা কিছু বুঝতে না পারলেও সালোঁ থেকে বাড়ি ফেরার পরই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। মাথা ঘোরা, বমি বমি ভাবের পাশাপাশি ভারসাম্যের অভাবও বোধ করতে শুরু করেন।

আরো পড়ুন: সমাজকে পা’ত্তা না দি’য়ে আ’জ নিজ নিজ জা’য়’গা’য় প্রতিষ্ঠিত এই রূপান্তরকারীরা

অসুস্থতা বোধ হচ্ছে বলে ওই মহিলা প্রথমে যান গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টের কাছে। কিন্তু সেখানে তাঁর শরীরে গ্যাস্ট্রিকের কোনো সমস্যা পাওয়া যায়নি। তারপর তিনি যান স্নায়ুরোগ বিশেষজ্ঞর কাছে। সেখানে চিকিৎসক বেশ কিছু পরীক্ষা করে জানান যে তিনি ‘বিউটি পার্লার স্ট্রোক’-এ আক্রান্ত হয়েছেন।

মহিলার ক্ষেত্রে তাড়াতাড়ি বিষয়টি জানা গিয়েছে বলেই তিনি হয়তো বেঁচে গেলেন। চিকিৎসকরা জানাচ্ছেন, ‘বিউটি পার্লার স্ট্রোক’ থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। ডা. মাইকেল ওয়েনট্রবের আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের জার্নালে ১৯৯৩ সালে এই রোগের বিষয়ে জানানো হয়। সেখানে তিনি পাঁচ মহিলার স্নায়ুর সমস্যার কারণকে পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়েছিলেন যে তাদের মধ্যে চারজনই ‘বিউটি পার্লার স্ট্রোক’-এ আক্রান্ত।