সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অজানা তথ্য! বহুতলে খুঁ’জে পাবেন না ১৩ নম্বর তলা, কিন্তু কেন?

আমাদের গোটা পৃথিবীতে অনেকেই বহুতল রয়েছে কিন্তু সেই বহুতলের ক্ষেত্রে একটি রহস্য রয়েছে যেটা আপনি কখনোই খেয়াল করে থাকলেও মাথায় আনেননি ব্যাপারটা।

আপনি যদি কখনো কোনো বহুতল বাড়িতে ঢোকেন এবং কোন লিফটে ওঠেন তাহলে সেখানে দেখবেন যে ১২ তোলার পর ডায়রেক্ট ১৪তলা লেখা থাকে।

১২ ও ১৪ তলার মাঝের ১৩ সংখ্যাটি থাকেনা। বড় বড় হোটেল অথবা অ্যাপার্টমেন্ট অথবা বিল্ডিং যেগুলো বহুতল সেগুলোতে খেয়াল করে দেখবেন। কিন্তু এটা কেন করা হয় সে ব্যাপারে আমরা একদমই অবগত নই।

আরো পড়ুন: বিগত ৩০০ বছর ধ’রে মন্দিরে মাছের হাড়ের পুজো ক’রা হচ্ছে

আসলে এই বিষয়ে একটি কুসংস্কার রয়েছে বলা হয় যে, ১৩ সংখ্যাটি নাকি দুর্ভাগ্যজনক এবং এই ধরনের কুসংস্কারটি অনুসরণ করছে ভারত, পশ্চিমী দেশগুলির মাধ্যমে।

বিল্ডাররা খুব ভাল করেই জানেন যে ১৩ সংখ্যাটিকে অত্যন্ত খারাপ লক্ষণ। নজর করে দেখবেন যে ১৩ তলায় কোন লোকেরাই নিজেদের ফ্ল্যাট কেনেন না বেশিরভাগ ক্ষেত্রে ১৩ অথবা ১৪ তলায় কোন জায়গা থাকে তবে সে ক্ষেত্রে সেগুলোতে প্লেহাউস অথবা অন্যকোন অ্যাক্টিভিটি এরিয়ার জন্যই ব্যবহার করা হয়।

১২ এর পর ১৩ তলা না লিখে বারো এ অথবা ১২ বি লেখা হয়। এ বিষয়ে মানুষের মনে একটি কুসংস্কার রয়েছে সেই কারণে তারা কখনোই ১৩ তলায় থাকতে চান না।

১৩ সম্পর্কে বহু আগে থেকেই একটি ভয় মানুষের মনে রয়েছে গোটা ব্যাপারটি সঙ্গে জুড়ে আছে শুক্রবার ১৩ তারিখ। লিওনার্দো দা ভিঞ্চির তৈরি করা পঞ্চদশ শতাব্দীর একটি পেইন্টিং হলো” দ্য লাস্ট সাপার” পেইন্টিং এই দ্য লাস্ট সাপার এ বলা হয়েছিল যে যীশু খ্রীষ্ট যাকে বসানো হয়েছিল ১৩ নাম্বার এবং যে ক্রুশবিদ্ধ হয়েছিল সেই কারণেই ১৩ তম নাম্বারটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই মনে করা হয়।