সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’বি’শ্বা’স্য হ’লেও স’ত্যি! মা’ত্র এক মিনিটে’র বি’মা’ন স’ফ’র ক’রে’ন এই দেশে’র মা’নু’ষ

অবিশ্বাস্য হলেও সত্যি! মাত্র এক মিনিটের বিমান সফর করেন এই দেশের মানুষ

মাত্র এক মিনিটের বিমান সফর, করতে চান এরকম সফর? সব থেকে বড় কথা হলো অনেকে বিশ্বাসই করতে চাইবেন না এক মিনিটের বিমান সফরেরও কোনো পরিষেবা হতে পারে। তবে ২.৭ কিলোমিটার পথের একটি রাস্তা রয়েছে যেখানে নাকি এক মিনিট ১৪ সেকেন্ড বিমানে যাতায়াতের জন্য সময় লাগে। এই স্বল্প দূরত্বের বিমান পরিষেবা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে জোর জল্পনা চলছে।

স্কটিশ দ্বীপপুঞ্জের পাপা ওয়েস্ট্রে থেকে ওয়েস্ট্রে পর্যন্ত বিমানের এই পরিষেবা চলে। এটি বিশ্বের সবথেকে ব্যয়বহুল বিমান সফর। এই স্বল্প দূরত্বের জন্য খরচ করতে হয় ১৭ পাউন্ড অর্থাৎ ভারতীয় মুদ্রায় এক হাজার ৬৪৫ টাকা। বিমান ছাড়াও নৌকাতে করেও এই পথ পাড়ি দেওয়া যায়। কিন্তু তাতে সময় লাগে কুড়ি মিনিট।

এই দুই জায়গার মধ্যে সংযোগ স্থাপনের জন্য সেতু তৈরির প্রস্তাব দিয়েছিল স্থানীয় প্রশাসন। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ অবশ্য নেওয়া হয়নি। এই পথ যাওয়ার জন্য এখন বিমান এবং নৌকা হল একমাত্র ভরসা। এক মিনিটের রাস্তার জন্য বিপুল পরিমাণ বিমান ভাড়া দিয়ে যাওয়ার থেকে অনেকে নৌকাতে সফর করাই বেশি পছন্দ করছেন। তবে পর্যটকরা এবং স্থানীয় বাসিন্দারা বিমানেই যাতায়াত করেন।