সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মু’হূ’র্তে আবহাওয়ার ব’ড়ো আপডেট, ঘূর্ণাবর্তের স’ত’র্ক’তা! ভা’রী বৃষ্টিপাতের সম্ভাবনা

এবার মৌসম ভবনের সতর্কবার্তা, আগামী কয়েকদিন কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর সেটা ঘূর্ণাবাতের কারণেই। ইতিমধ্যেই নাকি আন্দামান সাগরে তৈরী হতে চলেছে ঘূর্ণাবাত, যেটাই নাকি সময়ের সাথে সাথে তৈরী হবে ঘূর্ণিঝড়ে।

আগামীকাল ১৮ অক্টোবর আন্দামান সাগরে ও তার পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণাবাতের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আর সেটাই আগামী ২০ অক্টোবর নিন্মচাপে পরিণত হবে আর সেটাই নাকি এগিয়ে আসবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে।

আগামী ২০ অক্টোবর থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উপকূলের জেলাগুলোতে। তামিলনাড়ু, পুডুচেরি, কেরল, ও মাহেতে এই সমস্ত এলাকায় এর প্রভাব বেশি পরবে। মহারাষ্ট্রে, কোঙ্কনে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকেই।

আরো পড়ুন: এ যেন ন’র’কে’র দরজা! জী’বি’ত বে’রি’য়ে আসতে পারেনি কো’নো মানুষ, র’হ’স্য কি?

এদিকে আবার কর্ণাটকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আন্দামান নিকোবরও বাদ পরছে না, সেখানেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

ধীরে ধীরে মৌসুমী বায়ুর দাপট কমছে দেশে, আগামী ২ দিনের মধ্যে ছত্তিশগড়,ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে। আর তার পরিবর্তে জায়গা করে নেবে শীতের দাপট।