সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৩০ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে দু’র্গ’ম আন্টার্টিকায় খাবার ডেলিভারি করে রে’ক’র্ড গড়লো তরুণী

সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন ঘটেছে, দূরত্বের সংজ্ঞার বদল ঘটেছে। কারণ আমরা এখন কোনো কিছু খেতে চাইলেই, একটা শুধু ক্লিক আর হাতে পেয়ে যাই খাবার। zomato হোক কিংবা সুইগি কতটা কম সময়ের মধ্যে গ্রাহকদের খাবার পৌঁছে দেওয়া যায় গরমাগরম। সেখানেই চলছে প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতাতে যারা এগিয়ে যাচ্ছে তারাই হয়ে যাচ্ছে জয়ী।

কিন্তু বিশ্বের প্রায় সমস্ত প্রান্তেই এই খাবার ডেলিভার ব্যবস্হা চালু থাকলেও কোন সংস্থা কিন্তু আন্টার্কটিকায় খাবার পৌঁছে দেওয়ার দাবি করে না। তবে এই কাজ করে দেখিয়ে সবাইকে চমক লাগিয়ে দিয়েছে মানসা গোপাল। তিনি সিঙ্গাপুর থেকে আন্টার্কটিকায় পাড়ি দেয় সে খাবার হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য, এর জন্য সে অতিক্রম করে ৩০ হাজার কিমি।

এখনো পর্যন্ত এটি বিশ্বের দীর্ঘতম খাদ্য সরবরাহের ঘটনা। তার এই দীর্ঘতম খাবার সরবরাহ করার ভিডিও তিনি নিজে ইনস্টাগ্রামে শেয়ার করেন, তার জন্য তাকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয় পথে আসে হামবুর্গ, বুয়েনস আইরেস এবং উশুয়াইয়া। সব সময় তার রাস্তা মসৃণ ছিল এটা কিন্তু নয়, রোদ ,ঝড়, বৃষ্টি, জল কাদা সমস্ত কিছুকে অতিক্রম করে সে তার গন্তব্যে পৌঁছায়।

আরো খবর: দাদুর হাতের তালুতে দাঁ’ড়ি’য়ে বি’ন্দা’স নাচ নাতির, ভিডিও দেখে তা’জ্জ’ব নেট দু’নি’য়া

সে যে সমস্ত খাবার সরবরাহ করেছে এতটা পথ সেখানে ছিল নিরামিষ স্ন্যাকস, শুকনো খাবার, চা বিস্কুট। তিনি ভিডিও শেয়ার করে ক্যাপশন লেখেন আজ আমি সিঙ্গাপুর থেকে আন্টার্টিকায় বিশেষ খাবার পৌঁছে দিচ্ছি।

 

View this post on Instagram

 

A post shared by Maanasa Gopal (@nomadonbudget)


এর জন্য ফুডপাণ্ডার কর্মীদের সাথে কাজ করতে পেরে আমি দারুণ খুশি ও উত্তেজিত। মোট চারটি মহাদেশ ও ৩০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে পৃথিবীর দুর্গম স্থানগুলির একটিতে খাবার পৌঁছে দেওয়া দৈনিকের কাজ না।

 

View this post on Instagram

 

A post shared by Maanasa Gopal (@nomadonbudget)