সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চোখে দেখতে না পাওয়ায় কলম ধ’রে’ন মা, জীবনের স’ঙ্গে ল’ড়া’ই করে UPSC-তে সপ্তম সাম্যক জৈন

যদি ইচ্ছে থাকে, মনে অদম্য জোর থাকে তাহলে কোনো বাধা লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। একথা প্রমাণ করেছেন সাম্যক। দিল্লির এই বাসিন্দা ইউ পি এস সি পরীক্ষায় সপ্তম স্থান দখল করেছেন।

685 জন পরীক্ষার্থীর মধ্যে তিনি একজন সফল পরীক্ষার্থী। প্রতিবন্ধকতা তার পথরোধ করে দাঁড়াতে পারেনি। তিনি চোখে দেখতে পান না, কিন্তু সেটা তার দুর্বলতা নয়।

দিল্লির রোহিণীর বাসিন্দা সাম্যক তার শারীরিক ত্রুটি উপেক্ষা করে দিল্লি বিশ্ববিদ্যালয় এস ও এল থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক অর্জন করেছেন। এরপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন থেকে ইংরেজি সাংবাদিকতার একটি কোর্স করেছিলেন।

আরো পড়ুন: জামাই ষষ্ঠীতে শাশুড়িদের রান্নার ঝা’মে’লা নেই, ফোন করলেই খাবার বাড়িতে পৌঁছে দি’য়ে আসবে সরকার

জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনশিপে এমএ ডিগ্রি অর্জন করেছেন সাম্যক। দুই হাজার কুড়ি সালে তিনি প্রথমবার ইউপিএসসি পরীক্ষাতে বসেছিলেন। তবে সেবার তিনি ব্যর্থ হয়েছিলেন।

এবার তিনি আবার 2021 সালে পরীক্ষায় বসেন এবং সপ্তম স্থান অর্জন করেন। তিনি তার এই সাফল্যে কৃতিত্ব দিয়েছেন নিজের মা এবং বন্ধুদের। সব সময় তিনি তাদের নিয়ে পাশে পেয়েছেন। পরীক্ষায় লেখার জন্য তার মা তাকে সহায়তা করেছেন। তার এক বন্ধু মেইন্স পেপারের জন্য তার হয়ে কলম ধরেছিলেন।

মা না থাকলে তার এই যাত্রা অসম্পূর্ণ থেকে যেতে। তার বন্ধুরা তার জন্য বিভিন্ন ধরনের ডিজিটাল ফরম্যাটে বইয়ের ব্যবস্থা করে দিয়েছিল। পুরো পরিবার বাবা-মা এবং বন্ধুদের সমর্থন পেয়ে তিনি আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছেন।