সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জামাই ষষ্ঠীতে শাশুড়িদের রান্নার ঝা’মে’লা নেই, ফোন করলেই খাবার বাড়িতে পৌঁছে দি’য়ে আসবে সরকার

সামনেই জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীতে শ্বশুর বাড়িতে জামাইকে পেট পুরে খাওয়ানোর প্রথা চলে আসছে বছরের পর বছর ধরে। মেয়ে জামাইকে ভালো-মন্দ রেঁধে খাওয়ানোর জন্য সকাল থেকেই ব্যস্ত হয়ে পড়েন শাশুড়ি মায়েরা।

বলতে গেলে সারাদিনটা তাদের কেটে যায় রান্নাঘরেই। জামাইয়ের জন্য হরেক রকম পদ মুখের সামনে তুলে ধরেন। তবে এবার থেকে আর এত কষ্ট করতে হবে না।

পঞ্চায়েত দপ্তরের অধীনে ওয়েস্টবেঙ্গল কম্প্রিহেনসিভ এরিয়া ডেভলপমেন্ট কর্পোরেশন এর উদ্যোগে জামাইষষ্ঠীর দিন বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পঞ্চায়েত দপ্তরের এই উদ্যোগে শাশুড়ি মায়েদের কিছুটা সুরাহা হবে।

আরো পড়ুন: সুস্থ ও সবল গণতান্ত্রিক পরিবেশের জন্য প্রয়োজন শক্তিশালী বি’রো’ধী: প্রধানমন্ত্রী

সস্তায় জামাইদের মহাভোজ করানোর সুযোগ দেওয়া থাকছে। এর জন্য 8240622346, 9734399915 ও 8170887794 নম্বরে ফোন করতে পারেন।

এই তিনটি নাম্বারে ফোন করলে জামাইষষ্ঠীর দিন বাড়িতে খাবার পেয়ে যাবেন। মাত্র 500 টাকার বিনিময়ে পাওয়া যাবে মহাভোজ। তেসরা জুন পর্যন্ত অর্ডার করতে পারবেন। 500 টাকায় দুটি আলাদা কম্ব থালি থাকবে।

কড়াইশুঁটি দেওয়া গন্ধরাজ ভাত, ইলিশ পাতুরি, ঝারগ্রাম এর বন মুরগির মাংস, আনারসের চাটনি, শেষপাতে শক্তিগড়ের ল্যাংচা থাকবে। অন্যটিতে কড়াইশুঁটি দেওয়া গন্ধরাজ ভাত, গলদা চিংড়ির মালাইকারি, ঝাড়গ্রামের পাঁঠার মাংসের সঙ্গে আনারসের চাটনি এবং শক্তিগড়ের ল্যাংচা।

অর্ডার বাতিল করতে হলে চব্বিশ ঘন্টা আগে থেকে তা জানাতে হবে। অনলাইন কিংবা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন বলে জানানো হয়েছে।