সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক্রিকেটের নি’য়’মে ব’দ’ল, খেলা চলাকালীন মাঠে কুকুর ঢু’কে গে্লে আম্পায়ার এই কাজটি করবেন

ভারতীয় দের রক্তে ক্রিকেট, ভারতবর্ষে ক্রিকেট একটা উৎসবের মতোই পালন করা হয়। যখন ক্রিকেট চলে তখন সবাই জাতি ধর্ম, বিদ্বেষ ভুলে একসাথে তালে তাল মিলিয়ে ক্রিকেট দেখে। ভারতীয় ক্রিকেটের কথা যদি বলা হয়, তাহলে দেখা যাবে আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে।

ভারত ক্রিকেট খেলাকে দারুন ভাবে জনপ্রিয় করে তুলেছে। যার কারণেই ক্রিকেটের এত জনপ্রিয়তা দেশ জুড়ে। তবে ক্রিকেট যত উন্নত হচ্ছে, বদলে যাচ্ছে তার নিয়ম। বদলে যাচ্ছে তার খেলার বিভিন্ন কিছু। আবার নতুন নিয়মও যোগ করা হচ্ছে তার সাথে। তাছাড়া খেলা চলাকালীন মাঠে যদি কেউ প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রেও রয়েছে নিয়ম।

মোটকথা যদি খেলা চলাকালীন মাঠে কেউ প্রবেশ করে, এবং তাদের দ্বারা যদি খেলা ব্যহত হয়। তাহলে সেই বল ডেড বল হিসেবে বিবেচিত হয়। যদি ধরুণ খেলার সময় কোনো কুকুর মাঠে প্রবেশ করে , তাহলে খেলার যদি কোনো কাজে সেটা বাধার সৃষ্টি করে, তাহলে আম্পায়ার ডেড বল বলে ঘোষণা করবে।

আরো পড়ুন: রাতারাতি ভাইরাল এ’ই যুবক, মা তার সানি লিওন

অনেকসময় আমরা লক্ষ্য করি, কোনো দর্শক তার প্রিয় খেলোয়াড়ের সাথে দেখা করতে মাঠে ঢুকে পরে, তাছাড়া বিপদে পরার মতোও কিছু ঘটনার সাক্ষী থাকে খেলোয়াড়েরা। তাই এইসব ঘটনা আটকানোর জন্যই এমসিসির ব্যবস্হা। মেলবোর্ন ক্রিকেট ক্লাব এই ক্রিকেটের নিয়ম বদলানোর বিষয়টি দেখে থাকে। মোটকথা খেলাটিকে আরো উত্তেজনাপূর্ণ করতেই এই সিদ্ধান্ত।

গতকাল বুধবার ক্রিকেটের নতুন কিছু নিয়ম বদল করেছে এমসিসি।এর দ্বারা নাকি খেলা আরও রোমাঞ্চকর হয়ে উঠবে বলেই মনে করছে তারা।মাকড়িং নিয়মে দারুন বদল এসেছে, যা নিয়েই চলছিল এতদিন বিতর্ক। এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বদল এনেছে এমসিসি। আসলে এটিকে আনফেয়ার প্লে হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, মোটকথা যে বোলার মার্কিং করতেন, তাকেই পড়তে হয় প্রশ্নের মুখে, সমালোচনার মুখে। তাই এটিকে পরিবর্তন করা হয়েছে,এটিকে এখন ল -৩৮ এ স্হানান্তরিত করা হয়েছে, তাই এখন মাকড়িং রান আউটের অধীনে পরবে।।