সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের রূপশ্রী প্র’ক’ল্পে প্রচুর শূন্যপদে নি’য়ো’গ শীঘ্রই, জানুন আবেদন প্র’ক্রি’য়া

পশ্চিমবঙ্গ সরকার এবার রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করছে। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলা শাসকের অফিসে বিভিন্ন শূন্যপদের ভিত্তিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এবার উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে জেলা শাসকের অফিসেও প্রার্থী নিয়োগ করা হচ্ছে। আবেদনের প্রক্রিয়াও ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে। একাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে রয়েছে একাধিক শূন্যপদ। তার মধ্যে একাউন্টেন্ট পদে শূন্যপদের সংখ্যা মোট ৩ টি। পাশাপাশি, এই পদে আবেদনের জন্য কমার্সের বিষয়ে স্নাতক হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

এছাড়াও, MS Office-এর কাজ জানতে হবে। সরকারি বা বেসরকারি যেকোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক। ১.১.২০২২ তারিখের নিরিখে প্রার্থীর বয়স ৪০-এর মধ্যে হতে হবে। তবে, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। এই পদের জন্য প্রতি মাসে বরাদ্দ বেতন ১৬,০০০ টাকা।

এছাড়াও, ডাটা এন্ট্রি অপারেটর পদে শূন্যপদের সংখ্যা মোট ১৬ টি। যে কোনো শাখায় স্নাতক হওয়ার পাশাপাশি কম্পিউটারে দক্ষতা এবং MS Office-এর কাজ জানতে হবে আবেদনকারীকে। সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক।

১.১.২০২২ তারিখের নিরিখে প্রার্থীর বয়স ৪০-এর মধ্যে হতে হবে। তবে, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। এই পদের জন্য প্রতি মাসে বরাদ্দ বেতন ১১,০০০ টাকা। চলতি মাসের ১৮ তারিখ এই শূন্যপদগুলিতে আবেদনের জন্য শেষ তারিখ।আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। উত্তর ২৪ পরগণা জেলার নিজস্ব ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারেন।