সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এ’বা’র দে’শে’র সা’ত রা’জ্যে আ’স’তে চ’লে’ছে ‘সূচহীন ভ্যাকসিন’ জা’না’লো কে’ন্দ্রী’য় স্বা’স্থ্য দ’প্ত’র

এবার দেশের সাত রাজ্যে আসতে চলেছে 'সূচহীন ভ্যাকসিন' জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর

দক্ষিণ আফ্রিকার ওমিক্রন ভারতেও থাবা বসিয়েছে। বৃহস্পতিবার কর্নাটকে ওমিক্রন আক্রান্তের খবর এসেছে। তবে এরই মধ্যে আশার কথা শোনালো কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। দেশের সাতটি রাজ্যে জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন জাইকোভ ডি আসতে চলেছে। এই সাত রাজ্যের তালিকার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ ইতিমধ্যেই এই সাত রাজ্যের সঙ্গে যোগাযোগ করেছেন। এর মধ্যে কোন কোন জেলা হটস্পট, কোথায় কোথায় করোনা বেশি ছড়াচ্ছে, সেগুলিকে চিহ্নিত করা হয়েছে। সঙ্গে কারা এখনো টিকা নেননি তাদের মধ্যে ভ্যাকসিন বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিহার, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গ রয়েছে তালিকাতে।

এই ভ্যাকসিন প্রদান করার জন্য যাবতীয় প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়েছে। প্রশিক্ষিত টিকা কর্মীদের চিহ্নিত করবে রাজ্য প্রশাসন। প্রাপ্তবয়স্করা আগে পাবেন টিকা। দেশীয় পদ্ধতিতে তৈরি এই ভ্যাকসিন এই বছরের আগস্টে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের তরফ থেকে জরুরি অনুমোদন পেয়েছে।

জাইডাস ক্যাডিলা বিশ্বের প্রথম প্লাজমিড ডিএনএ ভ্যাকসিন বলে জানিয়েছে সংস্থা। আপাতত এর এক কোটি ডোজ উৎপাদন করা হয়েছে। 265 টাকায় সরবরাহ করা হবে প্রত্যেকটি ডোজ।