সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোউইনের মতোই চালু হবে ইউ-উইন, বাচ্চাদের সব টি’কা’র তথ্য থাকবে এই App-এ

CoWIN (Covid Vaccine Intelligence Network) হল ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আওতায় COVID-19 টিকাকরণের জন্য একটি ভারতীয় সরকারের ওয়েব পোর্টাল। এর মাধ্যমে কাছাকাছি এলাকায় উপলব্ধ কোভিড-১৯ ভ্যাকসিনের বুকিং স্লট দেখায় এবং ওয়েবসাইটে বুক করা যেতে পারে।

সাইটটি সুবিধাভোগীদের জন্য টিকাদানের শংসাপত্রও প্রদান করে, যেটি কোভিড-১৯ মহামারীর সময় ভাতাভোগীদের জন্য ভ্যাকসিন পাসপোর্ট হিসেবে কাজ করে এবং ডিজিলকারে সংরক্ষণ করা যেতে পারে।

ব্যবহারকারীরা ডেস্কটপ, ট্যাবলেট এবং মোবাইল ফোনের মাধ্যমে প্ল্যাটফর্মটিতে অ্যাক্সেস করতে পারেন। কোউইন অ্যাপের মাধ্যমে এসএমএস, আধার এবং ডিজিলকারের মতো ব্যবস্থাপনার সাহায্যে গোটা টিকাকরণ প্রক্রিয়াটি কার্যকর করা হয়েছিল।

আরো খবর: উত্তরবঙ্গে ছুটি কা’টা’তে যাবেন? বাতিল ট্রেনের তা’লি’কা ও নতুন সময়সূচি জেনে নিন

দুর্নীতি ঠেকাতে আধার কার্ডের সাথে লিংকও করা হয়েছিল। গর্ভবতী ও শিশুদের জন্য কোউইনের ধাঁচেই তৈরি হয়েছে এক নতুন অ্যাপ ইউউইন। সম্প্রতি পাইলট প্রকল্প হিসাবে অ্যাপটি চালু হয়েছে। ইউনিসেফ দাবি করেছে, এই একটি অ্যাপের মাধ্যমে শিশুদের টিকাকরণের কাজটি সহজ হবে।

শিশুদের নিয়মিত টিকাকরণ করতে গিয়ে বরাবরই বিভিন্ন সম্মুখীন হচ্ছেন স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীরা। সূত্রে খবর, ইউইউন অ্যাপের মাধ্যমে টিকার বুকিং করা থেকে শুরু করে পরবর্তী টিকাকরণের তারিখ-সহ নানা বিষয়ে তথ্য পাওয়া যাবে।

CoWIN এর মত এটিতেও টিকাকরণের রেকর্ড এবং শংসাপত্রও পাওয়া যাবে। ফলে শিশুর টিকাকরণের যাবতীয় প্রক্রিয়ায় সহজেই নজর রাখা যাবে।