সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন ট্রাকের পি’ছ’নে “HORN OK PLEASE” লেখা থা’কে?

আমরা সবাই কিন্তু ট্রাকের গায়ের যে কারুকার্য সব কিছুই দেখে থাকি, কখনও সুন্দর সুন্দর চিত্রকর্ম আবার কখনও কখনও মজার কবিতা সব কিছুই ট্রাকের গায়ে লেখা থাকে। কিন্তু ট্রাকের পেছনে লক্ষ্য করলেই দেখা যায় যে লেখা থাকে হর্ন ওকে প্লিজ।

কিন্তু এই লেখার পেছনে কি কারণ রয়েছে? আমরা অনেকেই জানি না এর কারণ। আপনাএ কোনো গাড়ি ওভারটেক করার জন্য হর্ন বাজাতে হয়, আর সেই জন্যই হর্ন ওকে প্লিজ লেখা থাকে।

কিন্তু তাও একটা প্রশ্ন থেকেই যায় সেটা হল, ওকে লেখার কি কারণ রয়েছে? আসলে অনেকে মনে করে এই ধারণাটি নাকি অনেক পুরোনো , দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই ট্রাকের পেছনে ওকে লেখা শুরু হয়েছিল।

আরো খবর: ন’য়া বছরে কি ১০০০ টাকার নোট ফি’র’বে? কি বললো সরকার?

আসলে তখন চলত কেরোসিনের ট্রাক, তাই অন কেরোসিন কথাটিকে ছোটো করে ওকে লেখা হত। আবার অনেকে বলে থাকেন হর্ন ওটিকে প্লিজ, এর অর্থ নাকি আগে হর্ন দিয়ে তারপর ওভারটেক কর। ওটিকের অর্থ মানে ওভারটেক যেটা কিনা সময়ের সাথে সাথে ওকে হয়ে গেছে।