সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কর্ণাটকে হাড্ডাহাড্ডি ল’ড়া’ই বিজেপি-কংগ্রেসের, JDS হতে পারে বি’রা’ট ফ্যাক্টর!

গতকাল ১০ ই মে ছিল কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোট। মোট ২২৪ টি আসনের কর্নাটকে বিধানসভা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে। মোট ভোট পড়েছে ৬৫.৫৯ শতাংশ। আগামী ১৩ মে ভোট গণনা হবে।

ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা নিজেদের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। যেমন টিভি৯ কন্নড়-সিভোটার এবং টিভি৯ ভারতবর্ষ ইত্যাদি। সেখানকার মূল দল দুটি – কংগ্রেস ও বিজেপি।

এই দুটি দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে,এমনটাই উঠে আসছে সমীক্ষায়। কিন্তু সামান্য এগিয়েই থাকছে কংগ্রেস। তবে একক সংখ্যাগরিষ্ঠ পাওয়ার সম্ভাবনা কম।

আরো খবর: রাজ্যে বড় Action নি’তে চলেছে কেন্দ্রীয় সংস্থা! বাংলায় পা রাখতে চলেছে আ’রো ১০০ CBI অফিসার

টিভি৯ কন্নড়-সি সমীক্ষা অনুসারে, প্রথম স্থানে থাকা কংগ্রেস ১১০ থেকে ১১২ টি আসন এবং ৪১.১ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বিজেপির প্রাপ্ত আসন হতে পারে ৮৩ থেকে ৯৫ টি এবং ৩৮.৩ শতাংশ ভোট পেতে পারে গেরুয়া শিবির।

টিভি৯ ভারতবর্ষ-পোলস্ট্র্যাটের সমীক্ষা অনুসারে, কংগ্রেসের আসন সংখ্যা থাকবে ৯৯ থেকে ১০৯টির মধ্যে। বিজেপির ঝুলিতে যেতে পারে ৮৩ থেকে ৯৫টি আসন। জেডিএস ২১ থেকে ২৯টি আসনে জয় লাভ করতে পারে।