সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যে বড় Action নি’তে চলেছে কেন্দ্রীয় সংস্থা! বাংলায় পা রাখতে চলেছে আ’রো ১০০ CBI অফিসার

গরু পাচার মামলা থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ,সবেতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া সিবিআই এর হাতে রয়েছে ভোট পরবর্তী হিংসা মামলা, বগটুই গণহত্যা প্রভৃতি মামলা।

এই সব মামলায় অভিযুক্ত করে সিবিআই রাজ্যের অনেক নেতা মন্ত্রীকে আটকে রেখেছে জেলে। বছর পেরিয়ে গেলেও কোন সমাধান করতে পারেনি সিবিআই। সেই কারণে আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআই-কে।

এইসব মামলার তদন্ত একসাথে করতে গিয়ে নাকানি চোবানি খেতে হচ্ছে আধিকারিকদের। এইসব মামলা গুলির দ্রুত নিষ্পত্তির জন্য এবার ভিনরাজ্য থেকে ডেপুটেশনে অতিরিক্ত অফিসার আনা হচ্ছে এ রাজ্যে।

আরো খবর: খুব তাড়াতাড়ি টিকিটের দা’ম গ্রাহকদের ফি’রি’য়ে দেওয়া হ’বে, ১৯ মে পর্যন্ত সব ফ্লাইট বাতিল Go First-র

১০০-র উপর উচ্চপদস্থ সিবিআই আধিকারিককে নিয়ে আসা হবে। এছাড়া তদন্তের অগ্রগতি পর্যালোচনা করতে গত মাসেই কলকাতায় এসেছিলেন সিবিআই-এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর।

রাজ্যের সিবিআই আধিকারিক দের নিয়ে তিনি মিটিং করেন,এবং তদন্ত কোন পথে এগোবে সে বিষয়ে নির্দেশ দেন।