সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোন রাজনৈতিক দলেরই ১০০ শতাংশ ক’র্মী সৎ নন: শোভনদেব

অনুব্রত মণ্ডল কে গ্রেফতার করার ৫৭ দিনের মাথায় সিবিআইএর তরফ থেকে শুক্রবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই। আবার শুক্রবারেই আসানসোলের জেলে বন্দী থাকা সায়গল হোসেনকে গ্রেপ্তার করেছে ইডি। বোঝাই যাচ্ছে বিজয়া দশমীর পর যেন একটা টান টান পরিবেশ সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৩৫ পাতার একটি চার্জশিট জমা করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। এ রকম পরিস্থিতিতে মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় এবার মুখ খুললেন। কি বললেন রাজ্যের কৃষি মন্ত্রী? যদিও শুক্রবার এমন ধারা ঘটনা ঘটার পরেই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। তিনি মন্তব্য করে বলেন,” কোনো দলের নেতারাই ১০০% সৎ নয়, অসৎ মানুষ রয়েছে এবং তাদের দোষ যদি সামনে আসে তারা প্রত্যেকেই শাস্তি পাবে।

সাধারণ মানুষ যারা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই দিয়েছেন। কন্যাশ্রী থেকে লক্ষী ভান্ডার এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা গোটা রাজ্যের সাধারণ মানুষ পেয়েছে। তাই মানুষজন সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সমর্থন করবেন।” যদিও শোভন চট্টোপাধ্যায়ের এই ধরনের একটি মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল পড়ে গেছে।

আরো পড়ুন: ৫৭২ দিন ধরে কাঁদছেন চাকরিপ্রার্থী, মালবাজার কাঁ’দ’ছে, তবে কার্নিভাল হ’চ্ছে’ই কলকাতায়

শোভন দেব চট্টোপাধ্যায় বলেছিলেন,” মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছিলেন পরিষ্কারভাবে কোর্ট থেকে পরিষ্কার হতে হবে, না হলে দল তাকেই শিকার করবে না। সব দলেই ভালো-খারাপ মিশে থাকে কিন্তু দলের একটা লোক খারাপ মানে এটা নয় যে পুরো দল টাই খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই অন্যায় করেন না এবং অন্যায় সহ্য করেন না”।

পাচারকারীদের মামলায় চার্জশিট জমা পড়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। ৩৫ পাতার এই চার্টটি থেকে জানা গেছে যে, অনুব্রত মূল পান্ডা বলে উল্লেখ করা রয়েছে। এছাড়াও জমা পড়েছে পাঁচটি অ্যানেক্সচার। চার্জশিটে উল্লেখ রয়েছে তার পরিবারের সম্পত্তির ৫৩ টি দলিল এবং ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিট। এছাড়া তার দেহরক্ষী সাইগাল হোসেনকে ৪ ঘন্টা ধরে জেরা করে ইডি।