সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্র্যাফিক আইন ভাঙার জ’রি’মা’নায় বিশেষ ছা’ড়! কোথায় এমন সিদ্ধান্ত?

ট্রাফিক আইনের জটিলতা থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে হাওড়া সিটি পুলিশ নিয়েছে এক সাধু উদ্যোগ। ট্রাফিক আইন অমান্য করা বা অ্যাকসিডেন্টসহ বিভিন্ন কারণে বেশিরভাগ সময়ই মোটা অঙ্কের জরিমানা দিতেহয় গাড়িচালক অথবা গাড়ির মালিকদের।

আর সেইসব কেস যদি আদালতে গড়ায় তাহলেতো আর কথাই নেই , কবে যে নিষ্পত্তি হবে তা কেউ বলতে পারবেনা। এইজন্য চূড়ান্ত ভোগান্তির শিকারহতে হত চালক থেকে গাড়ির মালিকদেরও ।

শনিবার হাওড়ার গোলাবাড়ি থানার সামনে লোক আদালত বসিয়ে অসংখ্য কেসের মীমাংসা করা হয় অনস্পট জরিমানায় অতিরিক্ত ছাড় দিয়ে। চালকদের আগেই খবর পাঠিয়ে দেওয়া হয়েছিল এই লোক আদালতটি সম্পর্কে।

আরো খবর: সুকান্তের সঙ্গে বৈঠকের পরেই রাজ্যকে বি’শে’ষ বা’র্তা দিলেন রাজ্যপাল

একদিকে যেমন মানুষের টাকা বেঁচেছে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত, অন্যদিকে আদালতে নকানিচোবানি খাওয়ার হাত থেকে বেঁচেছেন অনেকে। তারা সকলেই খুব খুশি ছিলেন, চোখে মুখে ফুটে উঠছিল স্বস্তির ছাপ।আলালোতে কেসগুলির সুরাহা করতে কালঘাম ছুটতো সাধারণ মানুষের।

একজন চালক জানান যে তার ফাইন হয়েছিল ৫০০ টাকা,কিন্তু তাকে মাত্র ২০০ টাকা জরিমানা দিতে হয়েছে এবং খুব কম সময়ের মধ্যেই তার মামলার নিষ্পত্তি হয়েছে।