সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫৭২ দিন ধরে কাঁদছেন চাকরিপ্রার্থী, মালবাজার কাঁ’দ’ছে, তবে কার্নিভাল হ’চ্ছে’ই কলকাতায়

একদিকে যখন দুর্গাপুজোর উৎসবের কার্নিভাল হতে চলেছে গোটা কলকাতাজুড়ে, ঠিক তার অন্যদিকে অন্ধকারে ভুগছে এসএসসির আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা যাদের জীবন আজ সংকটের মধ্যে। আজ ৫৭২ দিনে তাদের আন্দোলনে পা দিলো, যেখানে দাঁড়িয়ে তাদের জীবন একটা অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। একদিকে যখন কলকাতাবাসী সহ গোটা রাজ্যবাসী পুজোর আনন্দে মাতোয়ারা ঠিক তার উল্টো দিকে নিজেদের আন্দোলন চালিয়ে গেছে এই চাকরিপ্রার্থীরা।

অন্যদিকে উত্তরবঙ্গের অন্য ছবি। মালবাজারের হড়পা বান এর জন্য ৮ জনের মৃত্যু হয়েছে। একদিকে যখন কার্নিভালের আনন্দে গোটা কলকাতাবাসী মাতবে,ঠিক অন্যদিকে মালবাজারের স্বজনহারারা তাদের স্বজন হারানোর কান্না করবে। ইতিমধ্যেই শনিবারে কার্নিভালে জেরে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের উঠে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। তবে একদিনের জন্য আন্দোলনকারী চাকরি প্রার্থীরা তাদের এই ধরনা মঞ্চ ত্যাগ করতে প্রস্তুত।

চাকরি প্রার্থীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন,” গোটা পুজোটাই তাদের কেটে গেছে এই ধরনায় বসে, তবু তারা এখনো পর্যন্ত আশা হারায় নি। মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ রয়েছে কার্নিভাল যাওয়ার আগে একবার তাদের সঙ্গে দেখা করে যান।”

আরো পড়ুন: দুঃ’খ’জ’ন’ক, প্রা’ক্ত’ণ WWE তারকা মাত্র ৩০ বছর বয়সেই প্র’য়া’ত হলেন

অন্যদিকে মালবাজারের ঘটনার জন্য জলপাইগুড়িতে কার্নিভাল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু উত্তরবঙ্গে অন্য জেলা গুলিকে যথারীতি ভাবে কার্নিভালের আয়োজন করা হয়েছে যার কারণে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশ্ন উঠেছে একদিকে যখন মাল বাজারে এতগুলো মানুষের মৃত্যুতে গোটা মালবাজারের মানুষজন শোকাহত সেখানে কিভাবে কার্নিভালের মত এরকম একটি উৎসব মেনে নেওয়া যায়?

তবে এই কারণে দলে যোগ দিতে নারাজ সহ নাগরিকদের অকাল মৃত্যুর জেরে জলপাইগুড়ির বেশকিছু ক্লাব। এই রকম পরিস্থিতিতে উত্তরবঙ্গের একাধিক শিল্পী, অধ্যাপক, চিকিৎসকের দাবি যে, এরকম একটি পরিস্থিতিতে কার্নিভাল না করলেও চলত। সহ নাগরিকরা যখন একদিকে কাঁদছেন একদিকে যখন একের পর এক দেহ আসছে মালবাজারে, সেইরকম একটি পরিস্থিতিতে এইরকম কার্নিভাল মানায় না। তবে অনেকেই জানিয়েছেন যে এরকম একটি উৎসবের সঙ্গে অনেকেরই রুটি-রুজির জুড়ে রয়েছে। তাই হঠাৎ করে এটা বন্ধ করা ঠিক নয়।