সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উচ্চ প্রাথমিকে নিয়োগের মেধাতালিকা প্রকাশের নি’র্দে’শ কলকাতা হাইকোর্টের

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের জটিলতা কিন্তু আজ থেকে নয়, বহুদিন থেকেই। প্রায় সাত বছর ধরে এর নিয়োগ বন্ধ রয়েছে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে পুরনো মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে।

গতকাল শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বা যৌথ বেঞ্চের তরফ থেকে এই বার্তা দেওয়া হয়েছে।

সেই নির্দেশে স্পষ্ট ভাবে বলা হয়েছে উচ্চ প্রাথমিকে পাওয়া নম্বর সহ, ইন্টারভিউয়ের সবিস্তার নম্বর, অনলাইন আবেদনপত্র-সহ সব তথ্য দু’সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে এস এস সিকে।

এই নিয়ে অবশ্য এসএসসি তরফ থেকে জানানো হয়েছে, উত্তরপত্র নিয়ে বিতর্কের জেরে উত্তরপত্র ফের খতিয়ে দেখা হয়েছে। আর সেখানেই মোট ১৪,০৫২ উত্তরপত্রের মধ্যে বাতিল হয়েছে ১৪৬৩।

যার ফলেই এবার মেধাতালিকায় নাম থাকবে ১২,৫৮৯ জনের। কিন্তু এদিকে চাকরিপ্রার্থীদের আইনজীবী ফেরদৌস শামীম জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশন ইন্টারভিউ এর পর আবার উত্তরপত্র খতিয়ে দেখেছে।

এই কারণেই অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া উচিত ছিল। কারণ দেখা গেছে এসএসসির অন্যান্য নিয়োগে উত্তরপত্রের নম্বর কমানো বাড়ানো প্রমাণ পাওয়া গেছে।

তাছাড়া গত সাত বছরের মধ্যে খালি পদের সংখ্যা বেড়েছে। তাই শূন্য পদের আপডেট জানানো উচিত ছিল স্কুল সার্ভিস কমিশনের।