সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রেনে উ’ঠে টিকিট নিয়ে ঝা’মে’লা, চ’ল’ন্ত ট্রেন থেকে সেনা জওয়ানকে ধা’ক্কা টিকিট পরীক্ষকের

যতদিন যাচ্ছে মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে। আর এর প্রমাণ আমরা মাঝে মাঝেই দেখতে পাই। সকলের যেনো নিজেরটা হলেই হয়, কারো জন্য যদি ক্ষতিও হয়ে যায় তাতেও তাঁর কোনো ভ্রুক্ষেপ থাকে না। আর তারই একটি জল জান্ত প্রমাণ মিলল উত্তরপ্রদেশের বরেলীর একটি ট্রেনে।

যতদূর জানা যাচ্ছে সেনা সূত্রে, ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস থেকে ধাক্কা দেওয়া হয় এক ভারতীয় সেনাবাহিনীর সৈন্য ওরফে সোনুকে। জানা যায় এই ট্রেনে যাচ্ছিলেন সোনু। আর ওই ট্রেনে টিকিট নিয়ে টিকিট পরীক্ষকের সাথে ওই ভারতীয় সৈনবহিনির সেনার মধ্যে বচসা শুরু হয়।

আর সেই বচসা বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছয় যে বরেলির দু নম্বর প্লাটফর্ম থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন ওই সৈন্য কে। আর ওই ট্রেন থেকে পড়ার সময় তার পা ট্রেনের ভিতর চলে যায়।

আরো পড়ুন: দুরন্ত এক্সপ্রেস থেকে সন্তান সমেত গৃহবধূ বে’পা’ত্তা, গেলেন কোথায় তা’রা?

তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে তার পা বাদ যায় বলেই জানা যাচ্ছে। আর এই ঘটনার জন্য সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা ওই টিকিট পরীক্ষণ সুপন বোর কে বেধরোপ পেটান। তবে বর্তমানে তাঁকে খুজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এর মধ্যেই ওই অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

এই বিষয়ে উত্তর রেলওয়ের মোরাদাবাদ বিভাগের সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার সুধীর সিংহ বলেন, ‘‘আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। খুব শীঘ্রই আমাদের তরফে ব্যবস্থা নেওয়া হবে।’’ কিন্তু এমন নির্মম ঘটনার জন্য সৈন্য টার পা গুলোই বাদ গেলো। যেটা মোটেই কাম্য নয়।