সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পার্থ-অর্পিতার কি কি সম্পত্তি খুঁ’জে পেলো ED? দেখে নিন পু’রো লিষ্ট

এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের। ইতিমধ্যেই ইডি তল্লাশি জ্বালিয়ে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে থাকা বহু ফ্ল্যাট খুঁজে বের করেছে।

কিছু কিছু ফ্ল্যাটে মিলেছে বহু অর্থ, আবার কিছু কিছু মিলেছে পেন্ট হাউস এমনকি পাওয়া গেছে পোষ্যর নামে ফ্ল্যাট। ইডির তথ্য অনুযায়ী অর্পিতার নামে কেনা হয়েছিল পাঁচটি ফ্ল্যাট ও যৌথভাবে কেনা হয়েছিল আরও ৪ টি ফ্ল্যাট।

শুধু কিন্তু কলকাতার বুকেই নয়, আরো বিভিন্ন জায়গায় পাওয়া গেছে তাদের নামে ফ্ল্যাট, বাগানবাড়ি। শান্তিনিকেতনে যে অপা নামে বাগানবাড়িটি রয়েছে, সেটা এখন চর্চার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: চীনা যু’দ্ধ’বিমানের হা’ত থেকে বাঁ’চ’তে তাইওয়ানের আকাশপথ এ’ড়ি’য়ে চলছে ব’হু বিমান

ইডির গোয়েন্দারা এই বাড়িতে ৭-৮ ঘন্টা চিরুনি তল্লাশি চালিয়েছে। এই বাড়িটি এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, কিছু পর্যটক এই বাড়ির সামনে দাঁড়িয়ে ছবিও উঠেছে। সেই বাড়িতে থেকে অর্থ পাওয়া না গেলেও মিলেছে অনেক নথিপত্র।

তবে কিন্তু এখানেই শেষ নয়, শান্তিনিকেতনে আরো দুটি বাড়ির খোঁজ মেলেছে, লাবণ্য ও তিতলি এই দুটি বাগানবাড়ি ও নাকি তাদের নামে। ইডির মাধ্যমে জানা যায়, পার্থ চট্টোপাধ্যায়ের ও অর্পিতা মুখোপাধ্যায় যাতায়াত ছিল এই বাড়িতে।

তবে বেনামছ কেনা হয়েছিল কিনা, সেই নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে আবার টালিগঞ্জে ডায়মন্ড সিটি আবাসন কেনা হয়েছিল , ইডি সেটা খুঁজে বের করেছে। তার একটিতে যে অর্পিতা থাকত সেটা স্পষ্ট জানা গেছে।

যে আবাসন গুলি ছিল, ১৯-২০ তলায় এই তিনটি ফ্ল্যাটের মধ্য দিয়ে যাতায়াতের ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে। তবে অর্পিতা যেখানে থাকতেন সেটি টাওয়ার ২-১ এ।

আরো পড়ুন: ২০ বছর আ’গে মাকে হারিয়েছিলেন, পাকিস্তানের ফেসবুক লাইভে স’ন্ধা’ন পেলেন মুম্বইয়ের কন্যা

এদিকে আবার পার্থ চট্টোপাধ্যায় ১৯ তলার যে ফ্ল্যাটে থাকতেন, সেটাকে পেন্ট হাউজ হিসেবে ব্যবহার করতেন তিনি। মোটকথা অগণিত ফ্ল্যাট সংখ্যা কেন্দুয়া ও মাদুরদহ এলাকায় একটি করে ফ্ল্যাটের সন্ধান পেয়ে অর্পিতার বলেই মনে করা হচ্ছে।

এখানেই শেষ নয় অর্পিতা ও ‘ইচ্ছে এন্টারটেনমেন্ট’ বিনোদন সংস্থার নামে ভাঙড়ের তাড়দহে ১০ বিঘা জমি কেনা রয়েছে, সাথে কসবার রাজডাঙাতে ইচ্ছের একটি অফিস রয়েছে।