সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: নিজের কে’ন্দ্রে’ই বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কে’উ দি’চ্ছে’ন না বাড়ি ভা’ড়া

একুশের বিধানসভা নির্বাচনে বলতে গেলে কার্যত জোর ধাক্কা খেয়েছে বাম-কংগ্রেস এবং আই এস এফ জোট। আইএসএফ তবুও ১টা আসন দখল করতে পেরেছে, বাম কংগ্রেসের ভাগ্যে সেটুকুও জোটেনি। ভাঙ্গড় বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে জয়লাভ করেছেন আইএসএফ জোটের প্রার্থী ‌নওশাদ সিদ্দিকী। তবে ভোটে জিতে দায়িত্ব নেওয়ার পর এবার সংযুক্ত মোর্চার সেই একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি মহা বিপদে পড়েছেন!

তিনি ভাঙ্গড়ে থেকেই সাধারণ মানুষের জন্য কাজ করতে চান। অথচ তাকে বাড়িতে থাকতে দেওয়ার মতো কেউ নেই সেখানে! বহু চেষ্টা করেও আজ পর্যন্ত তিনি একটি ঘর ভাড়া জোগাড় করতে পারেননি তার নিজস্ব বিধানসভা কেন্দ্রে। ওই এলাকার মানুষজন তাকে ঘর ভাড়া দিতে চাইছেন না। এর পেছনে নাকি শাসকদলের হুমকি এবং ভয় রয়েছে বলে দাবি করেছেন বিধায়ক।

তিনি জানাচ্ছেন, এই এলাকার অধিকাংশ মানুষ শাসক দলকে ভয় পাচ্ছেন। সেই কারণে তারা তাকে ঘর ভাড়া দিতে চাইছেন না। থাকার জন্য বেশ কয়েকটি বাড়ি ফাইনাল করে নেওয়ার পরেও বাড়ির মালিক জানিয়ে দিচ্ছেন যে তাকে ঘর ভাড়া দেওয়া হবে না। অনেকেই জানাচ্ছেন যে শাসক দলের কাছ থেকে হুমকি আসছে। যে কারণেই এই সমস্যা। আবার অনেকেই এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন।

নওশাদ সিদ্দিকীকে ঘর ভাড়া দিলে বাড়িওয়ালার নামে কেস আসতে পারে! এই ভয়েই কার্যত তাকে কেউ ঘর ভাড়া দিতে চাইছেন না বলে জানিয়েছেন তিনি। সংযুক্ত মোর্চার বিধায়কের এই সমস্যার কথা জানতে পেরে বাম নেতৃত্বরা শাসকদলের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। তাদের দাবি, এমনটা চলতে থাকলে এবার থেকে তৃণমূল না করলে এই রাজ্যে আর কেউ থাকতেই পারবেন না!