সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতে ফে’র ট্রেন দু’র্ঘ’ট’না, চলছে উ’দ্ধা’র’কা’জ

মহারাষ্ট্রের নাসিকের কাছে ট্রেন দুর্ঘটনা ঘটল । লোকমান্য তিলক টার্মিনাস (কুরলা)-জয়নগর পবন এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যুত হয়ে গেল। আজ, দুপর ৩টে ১০ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।

ট্রেনটি মুম্বই থেকে ভুলসোওয়াল যাওয়ার পথে এই দুর্ঘটনার মুখে পড়। লাইনচ্যুত হওয়ার ফলে একজন যাত্রীর মৃত্যু, ৬জন আহত হয়েছেন। উদ্ধারের কাজ শুরু হয়েছে। এই লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

মধ্যরেলের সিপিআরও জানিয়েছেন ১১০৬১ এলটিটি-জয়নগর এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হয়েছে মহারাষ্ট্রের নাসিকের কাছে। বিকেল ৩.১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।

আরো পড়ুন: যু’দ্ধ বি’ধ্ব’স্ত ইউক্রেনে পশুদের সাহায্য করতে সাড়ে সাত লাখ টা’কা তুললো এই বিড়াল

ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন এবং মেডিক্যাল ভ্যান পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মধ্য রেলের সিপিআরও। জয়নগর এক্সপ্রেস বাতিল হওয়ার কারণে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মধ্য রেলের সিপিআরও।