সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যু’দ্ধ বি’ধ্ব’স্ত ইউক্রেনে পশুদের সাহায্য করতে সাড়ে সাত লাখ টা’কা তুললো এই বিড়াল

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন। এই রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রাণ সংশয় তৈরি হয়েছে সেখানকার পশুপাখিদের। এবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের আহত পশুদের জন্য প্রায় সাড়ে সাত লক্ষ টাকা তুলে ফেললো একটি পোষ্য বিড়াল। নাম তার স্টেপান। সোশ্যাল মিডিয়াতে তার বেশ পরিচিতি রয়েছে।

লকডাউনের সময় আরামে বসে থাকার দরুণ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল তার ছবি। এরপর থেকেই স্টেপানের জনপ্রিয়তা বাড়তে থাকে। ইউক্রেনের বাসিন্দা আনার 13 বছর বয়সী এই বিড়ালের ইনস্টাগ্রামে 12 লক্ষ ফলোয়ার রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Степан (@loveyoustepan)

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়াতে তাকেও তার দেশ ছেড়ে পালাতে হয়েছে। তবে সে তার দেশের পশু পাখিদের জন্য সাহায্য তুলেছে যার অর্থ মূল্য সাড়ে সাত লক্ষ টাকা। স্টেপানের জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে সে কিছু বিজ্ঞাপনে কাজ করেছে।

আরো পড়ুন: অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ভে’সে এ’লো অ’দ্ভু’ত দ’র্শ’ন প্রাণী, রইলো ভিডিও

তবে আচমকা যুদ্ধ শুরু হয়ে যাওয়াতে আনার বাড়িতে গোলাবর্ষণ হওয়াতে তার বাড়ি ভেঙে পড়ে। তাই তারা কোনমতেই বাড়ি থেকে বেরিয়ে ফ্রান্সে গিয়ে আশ্রয় নেন। নিজেরা নিরাপদ আশ্রয়ে পৌঁছে গেলেও দেশে পড়ে থাকা তার মত হাজার হাজার পশুপাখির জন্য অর্থসাহায্য পাঠিয়েছে স্টেপান।

 

View this post on Instagram

 

A post shared by Степан (@loveyoustepan)

দুটি সংস্থার সহযোগিতার জন্য তহবিল তৈরি করার কথা ভেবেছেন আনা। তিনি তার বেড়ালের ইনস্টাগ্রাম পোস্ট থেকে সারা পৃথিবীতে সেই কথা জানান। এর মধ্যে 10 হাজার ডলার তার তহবিলে জমা পড়েছে। এই টাকা ইউক্রেনের পাঁচটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছে পৌঁছে দেওয়া হবে। তারা আহত পশুদের জন্য খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করবে। সঙ্গে তাদের থাকার জন্য গরম ঘরের ব্যবস্থা করে দেবে।