সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিকিমে খাদে গাড়ি পরে ৫ পর্যটক সহ চালকের ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু

চলতি বছরেই সিকিম সরকার কোভিড বিধিনিষেধ তুলে নেয়। তৃতীয় ঢেউ পরবর্তী সময় থেকেই পর্যটকদের ঢল নেমেছিল সিকিমে। গত দু’বছরে করোনার জন্য এই রাজ্যের পর্যটন শিল্প ধাক্কা খেয়েছিল। ফলে এবার সিকিম কোভিড-শূন্য ঘোষণা হওয়ার পর থেকে ফের একবার পর্যটকদের ফেভারিট ডেস্টিনেশনে ভিড় জমবে বলেই অনুমান প্রশাসনের।

কিন্তু এই ভিড়ের মাঝেই পর্যটক বোঝাই গাড়ি দুর্ঘটনা ও মৃত্যু চিন্তায় ফেলেছে প্রশাসনকে। সিকিমে গাড়ি দুর্ঘটনায় মৃত ৫ পর্যটক। সঙ্গে মৃত্যু হয়েছে গাড়ির চালকেরও। উত্তর সিকিমের খেদুংয়ে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।

জানা গিয়েছে, পাহাড়ি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পর্যটকবোঝাই গাড়িটি। রবিবার সকালে সেনাবাহিনী, স্থানীয় পুলিশ এবং বাসিন্দারা উদ্ধারকার্যে হাত লাগায়। ৬টি মৃতদেহ উদ্ধার হয়েছে।

আরো পড়ুন: কাঁকড়া ধ’র’তে গি’য়ে গভীর জঙ্গলে, সুন্দরবনে বাঘের হামলায় মা’রা গেলেন মৎস্যজীবী

দেহগুলো আনা হচ্ছে গ্যাংটকে। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, পর্যটকেরা প্রত্যেকেই মহারাষ্ট্রের বাসিন্দা। উত্তর সিকিমে বেড়াতে এসেছিলেন তাঁরা। লাচুং থেকে ১৩ কিলোমিটার দূরে শনিবার রাতে খাদে পড়ে যায় গাড়িটি। উত্তর সিকিম থেকে গ্যাংটকে ফিরছিলেন তাঁরা।

মৃতদের নাম সুরেশ পুনামিয়া, দেব আনশিরে পুনামিয়া, হিরাল পুনামিয়া ও জয়ন পারমার। স্মিথ বিশ্বকর্মা ছিলেন চালক। মনে করা হচ্ছে, মৃতদের চারজন একই পরিবারের।

প্রায় দু’বছর পরে হিমালয়ের কোলে এই রাজ্য কোভিডমুক্ত হয়েছে। গত শুক্রবার করোনা আক্রান্ত হননি একজনও। যে দু’জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তাঁরাও সুস্থ হয়ে উঠেছেন।

সিকিমের স্বাস্থ্য দফতর জানিয়েছে, সেই রাজ্যে নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। দু’জন কোভিড আক্রান্ত হয়েছিলেন তাঁরাও সুস্থ হয়ে উঠেছেন।