সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার রাশিয়ায় ঢুকে বিমান হা’ম’লা ইউক্রেনের, দা’বি মস্কোর

শুক্রবার রাশিয়ার জ্বালানি ডিপোতে ইউক্রেন বিমান হামলা চালিয়েছে। এমনটাই দাবি করল ক্রেমলিন। এই হামলা শান্তিপ্রক্রিয়া নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ক্রেমলিনে তরফে।

তবে, রাশিয়ার এই দাবি ইউক্রেন স্বীকার বা অস্বীকার কিছুই করেনি। একটি তেল-ডিপো দাউদাউ করে জ্বলতে থাকার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে শুক্রবার।

মস্কোর দাবি, অল্প উচ্চতা থেকে রাশিয়ার বেলগরদের ওই ডিপোতে ইউক্রেন বিমান হামলা চালিয়েছে। যদি ত্রেমলিনের এই দাবি সত্যি হয়, তা হলে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া সেনা অভিযান শুরু করার পর এই প্রথম ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ উঠল।

আরো পড়ুন: খড়কুটোয় গুনগুনের “ড্যাডি”-র চরিত্রে কে অভিনয় করবেন? না’ম জানালেন লীনা গাঙ্গুলি

বেলগরদের ওই তেল-ডিপোতে দু’টি ইউক্রেনীয় বিমানের হামলার কথা টেলিগ্রাম মাধ্যমে জানিয়েছেন ওই এলাকার স্থানীয় গভর্নর ভ্যাচেসল্যাভ গ্যাডকভ।

ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার দূরে ওই এলাকা। গ্ল্যাডকভের আরও দাবি, ইউক্রেনের হামলায় তেল-ডিপোতে কর্মরত দুই শ্রমিক আহত হয়েছেন।

ওই এলাকায় বসবাসকারীদেরও সরানো হয়েছে নিরাপদ জায়গায়। অন্য দিকে, তেল-ডিপোর মালিক সংস্থা রজনেফ্ট একটি বিবৃতিতে দাবি করেছে, অগ্নিসংযোগের ঘটনায় কেউই আহত হননি। তবে আগুন কী ভাবে লেগেছে, তা জানায়নি রজনেফ্ট।