সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরাখণ্ডে সিলিন্ডার ফেঁ’টে ৫ বাঙালি পর্যটকের ম’র্মা’ন্তি’ক মৃ’ত্যু

উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে রাজ্যের ৫ বাসিন্দার মৃত্যু হল। সাথে মারা গেল গাড়ি চালকও। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরকাশীতে, জানা যাচ্ছে সেই গাড়িতে থাকা একটি গ্যাস সিলিন্ডার ফেটে এমন কাণ্ড ঘটেছে।

গ্যাস সিলিন্ডার ফাটার পরে গাড়ি পড়ে যায় খাদে, যার কারণেই ব্যারাকপুর নিউ গড়িয়া সোনারপুর এলাকার বাসিন্দাদের মর্মান্তিক মৃত্যু ঘটে। জানা যায় গঙ্গোত্রীর উত্তরকাশীতে রাজ্যের ৫ জন বাসিন্দা ট্রেকিং করতে গিয়েছিল।

তাদের বোলেরো গাড়ি কামান্দের কাছে একটি গর্তে পরে যায়।আর সাথে সাথেই সেই গাড়িতে লেগে যায় আগুন। ঘটনা ঘটার পরেই উদ্ধারকারীরা এসে পৌঁছায় সেই স্থানে, পরবর্তীতে পুলিশ এসে সমস্ত ব্যাপার নিয়ে তদন্ত চালায়।

আরো পড়ুন: বি’রা’ট সু’যো’গ, কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে Air India-তে চাকরি

ইতিমধ্যেই তাদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। জানা যাচ্ছে গাড়িতে থাকা সমস্ত যাত্রীর মৃত্যু ঘটেছে, গাড়িতে আগুন লাগার পরেই সেটা খাদে পরে যায় আর তারপরেই আরও ভয়ানক অবস্হা হয় গাড়ির ভেতরে থাকা মানুষজনের।

এক দম্পতির একজন ছেলেও ছিল বলে জানা যায়। অভিযোগ উঠেছে , যেখানে দুর্ঘটনা হয়েছে সেখানকার রাস্তার পরিস্থিতি খুবই বেহাল ছিল। জয়িতা বর্মন নামে একজন প্রত্যক্ষদর্শী জানায়, হঠাৎ করে আমি দেখি গাড়িতে থাকা সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। এরপরই গাড়িটি খাদে পড়ে যায়।