সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সংসার খরচ ক’মা’তে পারবেন কিছুটা, ৬৩৩ টা’কা’য় ঘরে আনুন রান্নার গ্যা’স

রান্নার গ্যাস এবং পেট্রোল-ডিজেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এই রাজ্যে 927 টাকা দিয়ে রান্নার গ্যাস কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। তার উপর আবার কেন্দ্রীয় সরকার ভর্তুকিও কমিয়ে দিয়েছে। তাই রান্নার গ্যাস নিয়ে সাধারণের চিন্তার শেষ নেই। তবে এবার কিন্তু সুরাহা হতে পারে সাধারণের।

 ইন্ডেন-এর ১০ কেজির কম্পোজিট সিলিন্ডার নিতে হলে শুরুতে আপনাকে দিতে হবে ৩,৩৫০ টাকা। ৫ কেজির ক্ষেত্রে শুরুতে জমা দিতে হবে ২,১৫০ টাকা। আপনি বাড়িতে ডাবল সিলিন্ডার না রাখলেও চলবে। যার যেমন সামর্থ, তিনি তেমন বুূকিং করতে পারবেন। যেটা এলপিজির ক্ষেত্রে হবে না। ফলে আপনার এক মাসের সংসার খরচ অনেকটা কমতে পারে।

কম খরচে রান্নার গ্যাস পাওয়ার জন্য আপনার কাছে বিকল্প হতে পারে কম্পোজিট সিলিন্ডার। এই সিলিন্ডার আপনি মাত্র 633 টাকায় পেয়ে যাবেন। সাধারণ এলপিজি সিলিন্ডারে থাকে 14.2 কেজি রান্নার গ্যাস। সে জায়গায় কম্পোজিট সিলিন্ডারে 5 থেকে 10 কেজি গ্যাস পাওয়া যাবে। 5 কেজির দাম পড়বে 330 টাকা। দিদি আপনি 10 কেজি গ্যাস নিতে চান সেক্ষেত্রে আপনার সিলিন্ডারের দাম পড়বে 633 টাকা 50 পয়সা।

 কম্পোজিট সিলিন্ডার এমনভাবে তৈরি হয় যাতে আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন, কতট গ্যাস রয়েছে। গ্রাহক চাইলে বাড়িতে ডাবল সিলিন্ডার রাখার সুবিধাও নিতে পারেন। https://iocl.com/composite-cylinder- ইন্ডেন-এর ওয়েবসাইটে গিয়ে পিন কোড দিয়ে চেক করে নিন, আপনার নিকবর্তী কোথায় কম্পোজিট সিলিন্ডার পাবেন!

এলপিজি গ্যাসের মত কম্পোজিট সিলিন্ডারের দাম মাসের শুরুতে নির্ধারণ করা হয়। তাই প্রতি মাসের শুরুতে দাম পরিবর্তিত হতে পারে। যদি আপনি ইন্টারনেট 10 কেজি কম্পোজিট সিলিন্ডার নিতে চান তাহলে আপনাকে প্রথমে দিতে হবে 3 হাজার 350 টাকা। 5 কেজির ক্ষেত্রে আপনাকে দিতে হবে 2150 টাকা। অতএব এবার থেকে বাড়িতে ডাবল সিলিন্ডার না রাখলেও চলবে। যার যখন প্রয়োজন পড়বে তিনি তার সুবিধামত গ্যাস বুক করতে পারবেন। যেটা এলপিজির ক্ষেত্রে সম্ভব নয়।

 কেন্দ্রীয় সরকারের এই ১৯ টাকা ভর্তুকির মায়া যদি ছাড়তে পারেন তা হলে আপনাদের আমরা কম খরচে রান্নার গ্যাস পাওয়ার রাস্তা বলে দিতে পারি। কম্পিজিট সিলিন্ডার। অনেকে নামটা শুনেছেন। অনেকে আবার জানেন না এই সম্পর্কে। এই রান্নার গ্যাসের সিলিন্ডার আপনি পেতে পারেন মাত্র ৬৩৩ টাকায়।

এর ফলে সংসার খরচের ক্ষেত্রে কিছুটা সুরাহা হতে পারে। সাধারণ এলপিজি সিলিন্ডার হয় লোহার। যার ফলে সেগুলি এদিক ওদিক সরাতে অসুবিধা হয়। তবে এই কম্পোজিট সিলিন্ডার লোহার নয়। তাই অনায়াসে রান্নাঘরে এদিক-ওদিক নিয়ে যেতে পারবেন। শহীদ মিনারে ক্ষেত্রে যেখানে জং-ধরার সমস্যা থাকে সেখানে কম্পোজিট সিলিন্ডারের ক্ষেত্রে তা হওয়ার সম্ভাবনা নেই। আপনি আপনার নিকটবর্তী কোথায় কম্পোজিট সিলিন্ডার পাবেন তা জানার জন্য https://iocl.com/composite-cylinder ওয়েবসাইটে খোঁজ নিতে পারেন।