সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাস্তায় টা’কা কুড়িয়ে পে’লে কি করবেন? কি সং’কে’ত দি’চ্ছে আপনাকে জেনে নিন

অনেক সময় রাস্তা ঘাটে আমরা টাকা কুড়িয়ে পাই, এটা কি ভালো লক্ষণ? অনেক মানুষের চিন্তা-ভাবনা অনেক রকম থাকে। কেউ সেই টাকা দেখলেই পকেটস্থ করে আবার কেউ সেই টাকার দিকে ঘুরেও তাকায় না। কিন্তু সেই রাস্তায় পড়ে থাকা টাকার আপনাকে দর্শন দেওয়ার অর্থ কি বুঝতে পারছেন? বেশিরভাগ মানুষ রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকা মন্দিরে জমা দেন। কিন্তু এই টাকা আপনাকে কি সংকেত দিচ্ছে? চলুন এবার জেনে নেওয়া যাক বিস্তারিত।

আমাদের হিন্দু ধর্মে অর্থের চিহ্ন লক্ষী, তাই রাস্তা ঘাটে পড়ে থাকা টাকাকে কখনো অবহেলা করা উচিত নয়, এতে দেবী অতুষ্ট হয়।লক্ষ্মীকে কখনই অপমান করা উচিৎ নয়। অনেক সময় হয় আমরা বাড়ি থেকে বের হচ্ছি এই সময়ে চোখে পড়ল রাস্তায় পড়ে রয়েছে টাকা,আবার অনেক সময় দেখা হচ্ছে বাড়িতে ফিরছি তখন দর্শন মিলছে টাকার। এই দুই অবস্থার কিন্তু অর্থ দু’রকম। প্রথমদিকে বাড়ি থেকে বেরোনোর সময় যদি টাকা পেয়ে থাকেন তাহলে সেটা নিজের কর্মস্থলে রেখে দিন, খরচ করবেন না সেই টাকা। হাবিব রহ্মন রাখবেন পথে পয়সা কুড়িয়ে পেলে সেই পয়সা খরচ করা একেবারেই উচিত নয়।

বাস্তুমতে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া টাকা নিজের উপার্জিত অর্থের সাথে কখনোই যোগ করা উচিত নয়। এতে নিজের ব্যয় বৃদ্ধি পায়। আপনি চাইলে সেই টাকা নিজের কাছে সংরক্ষিত করে রাখতে পারেন বিভিন্ন স্থানে।তবে জ্যোতিষ মতে, রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা একটা শুভ লক্ষণ। এতে আপনার আগামী দিন উজ্জ্বল হতে চলেছে, অর্থপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হয়। মনে রাখবেন এই সংকেত মা লক্ষ্মীর সংকেত,তিনি আপনাকে বুঝিয়ে দিতে চাইছেন আপনার অর্থাভাব শীঘ্রই শেষ হতে চলেছে।