সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টিকিটের দাম ১০০ টা’কা থেকে শু’রু হচ্ছে, মেয়েদের প্রিমিয়ার লিগের উদ্বোধনে থাকবেন কৃতি-কিয়ারা

শুরু হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগ। এই লীগের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে এপি ধিলনকে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হবে উইমেন্স প্রিমিয়ার লিগ। আর সেখানে থাকছে নানান রকম চমক। বিসিসিআই ইতিমধ্যেই বেশ কিছু নির্দেশিকা জানিয়ে দিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা পারফর্ম করবেন সেই ব্যাপারেও জানিয়ে দেওয়া হয়েছে। আপডেট দেওয়া হয়েছে টিকিট বিক্রি নিয়ে।

৪ মার্চ অনুষ্ঠিত হতে চলেছে উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে টিকিট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বিসিসিআই উইমেন্স প্রিমিয়ার লিগের একেবারে প্রথম খেলায় বিনামূল্যে দর্শকদের খেলা দেখার সুযোগ দেওয়া হতে পারে বলেই জানানো হয়েছিল। ১০০ টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের মূল্য।

ভারত অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের ম্যাচগুলির জন্য যদিও কোন টিকিটের ব্যবস্থা করা হয়নি। প্রচুর দর্শক এসে স্টেডিয়ামে খেলা দেখবেন বলে জানানো হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে বুধবার জানিয়ে দেওয়া হয়েছে এবারে থাকবেন কিয়ারা আডবাণী এবং কৃতি শ্যানন।

আরো খবর: আমেরিকার বি’রো’ধী দেশগুলোকে আ’র্থি’ক সাহায্য না করার হু’ঙ্কা’র প্রেসিডেন্ট পদপ্ৰার্থী নিকি হ্যালির

তারা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বলে জানা যায় বিকেল চারটের সময় খুলে যাবে স্টেডিয়ামের গেট। অনুষ্ঠান শুরু হবে সাড়ে পাঁচটা থেকে। বিসিসিআইয়ের টিকিট পার্টনার বুক মাই শো থেকে উইমেন্স প্রিমিয়ার লিগের টিকিট পাওয়া যাবে।

এছাড়া জিও সিনেমায় বিনামূল্যে দেখা যাবে এই খেলা, ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা মিলবে স্পোর্টস 18 নেটওয়ার্ক এ। প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করবে গুজরাট জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৬ মার্চ। ইতিমধ্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা শুরু হয়ে গিয়েছে।