সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমেরিকার বি’রো’ধী দেশগুলোকে আ’র্থি’ক সাহায্য না করার হু’ঙ্কা’র প্রেসিডেন্ট পদপ্ৰার্থী নিকি হ্যালির

আমেরিকা আর চীনের সম্পর্ক যে সাপে নেউলে সেটা সবারই জানা।এবার চিনের বিরুদ্ধে সুর চড়ালেন আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত এক নেতা নিকি হ্যালি।তিনি আমেরিকার আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী।সম্প্রতি তিনি টুইট করে এক হাতে নিয়েছেন চিনকে।

তিনি বলেছেন, ‘চিনের গবেষণাগার থেকেই অসাবধানতা বসত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোভিড ১৯। দেশটিকে কোনরকম সাহায্য করা বন্ধ করুক আমেরিকা।কোনো টাকা যেন না দেওয়া হয় কমিউনিস্ট দেশটিকে।’

আমেরিকার শক্তি মন্ত্রক সম্প্রতি করোনা ভাইরাস সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশ করে।এই রিপোর্টে দাবি করা হয়, দুর্ঘটনাবশত চিনের এক গবেষণাগার থেকেই ছড়িয়ে পড়েছিল করোনাভাইরাস।সারা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এই রিপোর্ট।

আরো খবর: কো’ভি’ড উহানের ল্যাব থেকেই ছ’ড়ি’য়ে পড়েছে, এতদিনে শিলমোহর দি’লো মার্কিন গোয়েন্দা সংস্থা FBI

নিকি সর্বদাই আমেরিকা-বিরোধী দেশগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেন। ব্যাতিক্রম নয় চীনের ক্ষেত্রেই।চীনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি বলেছেন, ‘ আমি ক্ষমতায় এলে আমেরিকা-বিদ্বেষীদের সব রকম আর্থিক সাহায্য বন্ধ করে দেব।’

সূত্রে খবর তার নিশানায় চিনের পাশাপাশি রয়েছে পাকিস্তান-সহ আরও বেশ কয়েকটি দেশ। নিকির দাবি, অন্যান্য দেশগুলিকে সাহায্য করতে গত বছর প্রায় ৪৬০০ কোটি ডলার ব্যয় করেছে আমেরিকা,যা বিশ্বের সব দেশের মধ্যে সর্বোচ্চ।