সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গুজরাটে ভে’ঙে পড়েছিল বি’র’ল উল্কা, বহু র’হ’স্যে’র সন্ধানে বিজ্ঞানীরা, ১৭০ বছর পর ঘটে এই ঘটনা!

গুজরাটের কথা কি আপনাদের মনে আছে? গতবছর উল্কাপাত হয়েছিল গুজরাটে আর সেটি নাকি আউব্রিট উল্কা। এই উল্কা পৃথিবীতে আসার পর বিজ্ঞানীরা গবেষণা করেন, আর সেই গবেষণার থেকে মে তথ্য উঠে এসেছে সেটা হল এই উল্কাপিন্ড নাকি বুধের পৃষ্ঠের মতো।

এখন বিজ্ঞানীরা এতে আশার আলো দেখতে পাচ্ছে, কারণ এর দ্বারা গ্রহের বিবর্তনের দিশা পাওয়া যেতে পারে। বিজ্ঞানীরা মনে করছে এই ধরনের উল্কাপাত একেবারেই বিরল ঘটনা। এই ধরনের আউব্রিট উল্কা শেষ ভারতে শেষ পাওয়া গিয়েছিল ১৮৫২ সালে।

তারপর ১৭০ বছর পেরিয়ে গেল, এতদিন পর্যন্ত দেখা পাওয়া যায়নি এই ধরনের উল্কার। গুজরাটের আগে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এই উল্কাপাত হয়েছিল। গুজরাটে এই উল্কাপাত হয়েছিল কৃষিজমিতে।

আরো খবর: এবার চার চাকার অত্যাধুনিক প্র’যু’ক্তি হন্ডার নতুন স্কুটিতে, দামও অনেক ক’ম

আকাশ থেকে যখন এই উল্কা এসে পরে তখন কেউ খেয়াল করেনি। অনেক কয়েকটি খন্ডে মাটিতে নেমে আসে এই উল্কাপিন্ড। তবে এই উল্কাপিন্ডের কারণে বিজ্ঞানীরা তাদের গবেষণাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।