সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার চার চাকার অত্যাধুনিক প্র’যু’ক্তি হন্ডার নতুন স্কুটিতে, দামও অনেক ক’ম

“আগে দর্শনধারী পরে গুণবিচারী”- বহুল প্রচলিত এই প্রবাদটির জনপ্রিয়তার কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।সেই কথা মাথায় রেখেই হয়তো Honda Scoopy নামক আকর্ষণীয় চেহারা এবং শক্তিশালী ইঞ্জিনের নতুন একধরনের স্কুটি লঞ্চ করলো জাপানি টু-হুইলার নির্মাতা Honda।

মহিলা ও পুরুষ নির্বিশেষে সকলেই এই স্কুটি ব্যাবহার করতে পারবেন। স্কুটারে রেট্রো লুকের সঙ্গে অনেকনতুন ফিচার যোগ করা হয়েছে। বড় ডিম্বাকৃতি হেডলাইট,LED আলো এবং বড় আসন রয়েছে স্কুটারে যা দীর্ঘযাত্রায় আরামদায়ক হবে বলে জানিয়েছে নির্মাণকারী সংস্থা।স্কুটারটির ওজন ৯৫ কেজি।

স্কুটারে অ্যানালগ ইন্সট্রুমেন্ট ডিসপ্লে রয়েছে যা এলসিডি ইউনিটের সঙ্গে যুক্ত।এছাড়াও সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন,১২ ইঞ্চি অ্যালয় হুইল,৪.২ লিটার ক্ষমতার একটি ফুয়েল ট্যাঙ্ক।

আরো খবর: সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে বি’য়ে করলেন স্বরা ভাস্কর

এইসব ফিচার তরুণদের অবশ্যই আকর্ষণ করবে বলে আশাবাদী Honda। ১১০cc ক্ষমতার একটি সিঙ্গল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন ব্যবহার করেছে নির্মাণকারী সংস্থাটি, যা ৯bhp শক্তি এবং ৯.৩Nm টর্ক তৈরি করতে সক্ষম।

স্মার্ট কী-এর ফিচার ও রয়েছে স্কুটারটিতে।  ভারতীয় মুদ্রায় ১.১৭ লক্ষ টাকার দাম হতে পারে বলে সূত্রে খবর।