সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৪ মার্চ পর্যন্ত এইসব রুটে ব’ন্ধ প্র’চু’র ট্রেন, রইলো তা’লি’কা

সিগন্যালের উন্নতিসাধন-সহ একাধিক প্রযুক্তিগত কারণে ৪মার্চ পর্যন্ত বাতিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের একাধিক ট্রেন। পূর্ব সার্কেলের ডালিগঞ্জ,বাদশাহ নগর, গোমতি নগর স্টেশনের মাঝে লাইন মেরামতের কাজের জন্য বাতিল ও পথ পরিবর্তন করা হল ২৪টি ট্রেনের। কোন তারিখে কোন ট্রেনগুলি বাতিল করা হবে তা জানিয়ে উত্তর-পূর্ব রেলওয়ে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করেছে। এই ট্রেনগুলি বাতিল তালিকায় রয়েছে:

১. ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ২০২৩ পর্যন্ত এশবাগ-গোরখপুর এক্সপ্রেস
২. ২০ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত লখনউ – গোরখপুর এক্সপ্রেস
৩. ২০-২৭ ফেব্রুয়ারি: গোমতী -কামাক্ষা এক্সপ্রেস

৪. ২০ ফেব্রুয়ারি – ৩মার্চ: গোরখপুর-মেলেনি এক্সপ্রেস
৫. ২১ ফেব্রুয়ারি -৩ মার্চ: গোমতী নগর ছাপরা কচহারি এক্সপ্রেস

আরো খবর: শুধু Adeno ভা’ই’রা’স নয়, ভাইরাসের ককটেলে না’জে’হা’ল অব’স্থা কলকাতার শিশুদের!

৬. ২০,২৪,২৭ ফেব্রুয়ারি এবং ১,৩মার্চ ছাপরা – মথুরা এক্সপ্রেস
৭. ২০ফেব্রুয়ারি – ২মার্চ : লখনউ জংশন – ছাপরা এক্সপ্রেস

৮.  ২৮ ফেব্রুয়ারি – ২ মার্চ : ছাপরা- ফারুকাবার এক্সপ্রেস
৯.  ১,৩মার্চ : লখনউ জংশন – পাটলিপুত্র এক্সপ্রেস
১০. ১,৩মার্চ : নাখোং জঙ্গল – গমাতিনগর এক্সপ্রেস সহ আরও কিছু ট্রেন বন্ধ ও কিছু ট্রেনের রাস্তা পরিবর্তন করা হয়েছে।