সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার Amway, আ’র্থি’ক জালিয়াতির কারণে সংস্থার ৭৫০ কো’টি’র স’ম্প’ত্তি আ’ট’ক করলো ED

এবার আর্থিক তছরুপির মামলায় জড়ালো জনপ্রিয় সংস্হা অ্যামওয়ে। ইতিমধ্যেই ইডির তরফ থেকে জানা গেছে, সংস্হার ৭৫৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তামিলনাড়ুর ভিন্ডিগুল জেলায় তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

সেখানকার বিভিন্ন জমি জায়গা, কারখানা, যন্ত্রপাতি, গাড়ি সব কিছুই বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয় ইতিমধ্যেই তাদের বিভিন্ন ব্যাঙ্ক একাউন্ট, ও ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে ইডি।

বাজেয়াপ্ত সম্পত্তি কোনোভাবেই কোথাও যে ট্রান্সফার করা যাবে না, সেটাও জানিয়েছে ইডি। আমরা সবাই জানি অ্যামওয়ে আসলে চেন সিস্টেমে ব্যবহার করে থাকে। তাদের প্রোডাক্ট বিক্রির থেকে এজেন্ট বাড়ানোই মূল উদ্দেশ্য।

আরো পড়ুন: হাঁসখালি কা’ন্ড: বাবার নামেই পা’ল্টা FIR! তবে কি পরিবারকে ফাঁ’সা’নো’র চে’ষ্টা করছিল পুলিশ?

মোট ৭৫৭ কোটি টাকার মধ্যে ৪১১ কোটি টাকার স্হাবর অস্হাবর ও ৩৪৫ কোটি টাকার অ্যামওয়ের নিজস্ব অ্যাকাউন্ট। সব গুলোকেই বাজেয়াপ্ত করা হয়েছে।

ইডির তরফ থেকে যে ধরনের অভিযোগ আনা হয়েছে সংস্হার উদ্দেশ্যে, সেটা হল খোলা বাজারে একই ধরণের পণ্যের যা দাম তার থেকে অনেক বেশী দামে জিনিস বিক্রি করছিল তারা।

এমনকি তারা বহুস্তরীর বিপণন নেটওয়ার্কের নাম করে পিরামিড জালিয়াতি চালাচ্ছিল তারা। আয়ের লোভ দেখিয়ে বহুগুণ দামে নিজেদের প্রোডাক্ট বিক্রির করত অ্যামওয়ে।

একের পর এক ভুল টোপ দেখিয়ে মানুষের সাথে এমন করে আসছে অ্যামওয়ে। ২০১১ সাল থেকে শুরী হওয়া তদন্তের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কিন্তু প্রথম থেকেই ইডির সাথে সাহায্য করছি।