সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Aadhar Card: বাচ্চাদের আধার কা’র্ড নিয়ে ন’য়া ঘোষণা, জানুন আবেদনের নি’য়’ম

ভারতে সমস্ত সরকারী কাজে আধার কার্ডের প্রয়োজন হয়। তবে শুধুই যে বড়দের আধার কার্ড প্রয়োজন হয় তা নয়, কোনও সরকারী কাজে বা পাসপোর্ট তৈরি করতে গেলে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, বিভিন্ন সরকারী পরিকল্পনায় ছোটদের নাম যোগ করতে আধার কার্ড দরকার লাগে। পাশাপাশি শিশুর পরিচয় হিসাবে কাজ করবে আধার কার্ডে।

৫ থেকে ১৫ বছরের বাচ্চাদের শিশুদের আধার কার্ডের আবেদন করতে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম ভরে শিশুর জন্মের সার্টিফিকেট দেখাতে হবে। এছাড়া মা ও বাবার আধার কার্ডের ফোটো কপি ও ফর্মের সাথে জমা দিতে হবে। আধার কার্ড ভেরিফিকেশন করাতে অরিজিনাল আধার কার্ড সঙ্গে রাখতে হবে।

পাশাপাশি শিশুর একটি ফটো ও লাগবে। শিশুর আধার কার্ডের জন্য কোন বায়োমেট্রিকের প্রয়োজন হবে না। যদি শিশুর বয়স ১৫ বছরের বেশি হয় তবে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার ও ফেস স্ক্যান করতে লাগবে। আধার কার্ড এনলোরমেন্ট ফর্ম ভর্তি করে জমা করতে হবে। তবে এর সঙ্গে স্কুলের আই কার্ড ও স্কুলের লেটারহেডে একটি বনফাইডি সার্টিফিকেট জমা দিতে হবে।মনে রাখবেন যে এই সব ডকুমেন্টে গ্যাজেটেড অফিসারের স্বীকৃতি লাগবে।