সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার ঝ’ট’কা খেলেন মুকেশ আম্বানি, আ’র্থি’ক দি’ক দিয়ে তাকে হা’রা’লে’ন এই ভারতীয় বিজনেসম্যান

এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। তবে সম্প্রতি সম্পত্তির নিরিখে এবার তাকেও ছাপিয়ে গেলেন ভারতের আরেক শিল্পপতি গৌতম আদানি। বৃহস্পতিবার শেয়ারবাজার বন্ধের পর দেখা গেল গৌতম আদানির সম্পত্তির পরিমাণ এক ঝটকায় বেড়ে গেল অনেকখানি। এতে এশিয়ার ধনীতম বিজনেস টাইকুন মুম্বাই আম্বানিকে টপকে গেলেন আদানি। ফোর্বস পত্রিকায় প্রকাশিত একটি পরিসংখ্যান অনুসারে, বিশ্বের একাদশতম ধনী ব্যক্তির জায়গাটি রইল গৌতম আদানির দখলে।

গৌতম আদানি এর সম্পত্তির পরিমাণ বেড়ে গিয়ে 89.5 বিলিয়ন ডলার হয়েছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায়ই 6.72 লক্ষ কোটি টাকার সমান। সেখানে আম্বানির সম্পত্তির পরিমাণ 89.4 বিলিয়ন ডলার হয়েছে অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 6.71 লক্ষ কোটি টাকার সমান। মোট সম্পত্তির বিচারে ভারতের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি এবং মুকেশ আম্বানি।

Gautam Adani surpasses Mukesh Ambani in personal wealth – here are all the  21 companies he owns | GQ India

এই পরিসংখ্যানে নিরিখে শেয়ার বাজারের পতন হলেও গৌতম আদানির সংস্থা খুব বেশি ধাক্কা খায়নি। তাই এই বিষয়টিকে বিরাট উত্থান বলে মনে করা হয়েছে। গৌতম আদানি এবং মুকেশ আম্বানির পর শিভ নাদার, রাধাকৃষ্ণন দামানি এবং লক্ষ্মী মিত্তালরা রয়েছেন ভারতীয় ধনীর তালিকায় সেরা পাঁচে। দু’বছর আগে আদানির সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ছিল 1808 শতাংশ। সেখানে মুকেশ আম্বানির সম্পত্তি বেড়েছে 250 শতাংশ।

বন্দর সংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত আদানি গ্রুপ। বিভিন্ন ক্ষেত্রে শাখা বিস্তার করেছে এই সংস্থা। এই মাসে গুজরাটি আধুনিক গোষ্ঠীর ইস্পাত এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি সহ অন্যান্য ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া সংস্থার পস্কোর সঙ্গে চুক্তি সাধন করেছে। এখানে প্রায় 37 হাজার পাঁচশ কোটি টাকার লগ্নি হতে চলেছে।