সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতেই আছে অ’জা’না “বারমুডা ট্রায়াঙ্গেল”, এই হ্রদে কেউ গেলে ফি’রে আসে না!

এই পৃথিবীর সবথেকে বেশি রহস্যময় জায়গা হল বারমুন্ডা ট্রায়াঙ্গেল। যেখানে একবার গেলে আর কোনো বিমান ফিরে আসে না। তবে জানেন কি ভারত মায়ানমার সীমান্তেও রয়েছে এমন একটি হ্রদ যেখানে গেলে নাকি আর কোনও বিমান কখনো ফিরে আসেনি। স্থানীয় বাসিন্দারা বলেন, এই হ্রদে নাকি বহু বিমান অদৃশ্য হয়ে গিয়েছে। এমনকি বিমানযাত্রীদেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় ভাষায় এই লেকের নাম রাখা হয়েছে ‘নউং ইয়াং’ বা ‘না ফেরার হ্রদ’।

মায়ানমার সীমান্তে পাংসাউ এলাকায় অবস্থিত এই লেক। হ্রদের দৈর্ঘ্য ১.৮ কিলোমিটার, প্রস্থে প্রায় ৪০০ মিটার। এই হ্রদের জলে কেউ নামলে সে আর ফিরে আসে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালেও নাকি এখানে অনেক বিমান অবতরণ করেছিল। কিন্তু পরে আর বিমানগুলির খোঁজ পাওয়া যায়নি। এমনকি বিমান যাত্রীদেরও কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

Lake of No Return: The Mysterious Lake Of India No One Has Ever Escaped

এই রহস্যময় লেক সম্পর্কে কথিত আছে বহু রহস্যময় গল্প। শোনা যায় অনেক বছর আগে এই লেকের জল থেকে মাছ তুলে খেয়েছিল ওই গ্রামের বাসিন্দারা। শুধু এক বৃদ্ধ এবং তার মেয়ে এই লেকের জলের মাছ খাননি। তারপর এই লেকের জল সম্পূর্ণ গ্রামকে ভাসিয়ে নিয়ে যায়। একমাত্র বৃদ্ধ এবং তার মেয়ে রক্ষা পেয়েছিলেন।

ইজরায়েলের প্রাচীন গাথায় এই লেকের উল্লেখ আছে। সেখানেও এটিকে ভয়ঙ্কর বলেই উল্লেখ করা হয়েছে। এদিকে দক্ষিণ মেরুর আশ্চর্য জনক লেক বলা হয়। যা আচমকা একদিন অদৃশ্য হয়ে গিয়েছিল।