সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Eden Gardens-এ এবার IPL-র জো’ড়া ম্যাচ, থা’ক’বে দর্শক, ব’ড়ো ঘোষণা সৌরভের

শনিবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ঘোষণা করলেন আইপিএল টুর্নামেন্টের প্রথম প্লে অফ এবং এলিমিনেটর রাউন্ডের ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে আয়োজন করা হচ্ছে।

আগামী 24 এবং ছাব্বিশে মে এই দুটো ম্যাচের আয়োজন করা হতে চলেছে। এছাড়া দ্বিতীয় প্লে অফ এবং ফাইনাল ম্যাচ আমেদাবাদে আয়োজন করা হবে। 27 এবং 29 শে মে এই দুটি ম্যাচের আয়োজন করা হবে।

100% দর্শক নিয়ে এই ম্যাচের আয়োজন করা হচ্ছে বলে জানা যাচ্ছে। চলতি আইপিএল মরসুমে কলকাতার ইডেন গার্ডেন্সে কোনো ম্যাচ আয়োজন করা হবে কিনা সেই নিয়ে সংশয় ছিল।

আরো পড়ুন: ATM-র পিন উল্টো ক’রে বসালে কি হ’তে পারে? টা’কা কি সত্যিই বে’রি’য়ে আ’স’বে?

গোটা দেশে করোনা পরিস্থিতি কথা মাথায় রেখে প্রাথমিকভাবে পুনে এবং মুম্বাইতে টুর্নামেন্টের আয়োজন করার কথা ভাবা হয়েছিল। কিন্তু দিল্লি ক্যাপিটালস শিবিরে করোনা বৃদ্ধি পেয়েছে। পুনে থেকে ম্যাচ সরিয়ে মুম্বাইতে নিয়ে আসা হয়।

সৌরভ গঙ্গুলি জানিয়েছেন আগামী 24 এবং 28 শে মে লখনৌতে উইমেন্স চ্যালেঞ্জার আয়োজিত হবে। বোর্ডের শীর্ষ কাউন্সিলের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে।

বিসিসিআই প্রেসিডেন্ট শনিবার সাংবাদিকদের বলেছেন লখনৌতে একানা স্টেডিয়ামে 24 থেকে 28 শে মে মহিলাদের চ্যালেঞ্জার সিরিজ আয়োজন করা হবে। আইপিএল টুর্নামেন্টের নকআউট পর্যায় কলকাতা এবং আহমেদাবাদে আয়োজন করা হবে।

এই ম্যাচগুলোতে 100% দর্শক উপস্থিত থাকবে। আগামী 22 শে মে লীগ পর্যায়ের ম্যাচের আয়োজন করা হবে। 2022 আইপিএল মরসুমে এখনো পর্যন্ত 35 টি ম্যাচ খেলা হচ্ছে। শনিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও বৈঠকে আলোচনা হয়। আগামী 9 জুন থেকে এই সিরিজ শুরু হবে।