সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ATM-র পিন উল্টো ক’রে বসালে কি হ’তে পারে? টা’কা কি সত্যিই বে’রি’য়ে আ’স’বে?

বর্তমান ডিজিটাল দুনিয়াতে ক্যাশলেস পরিষেবা পাওয়া সম্ভব একমাত্র এটিএমের ব্যবহারে। এটিএম ব্যবহার করার জন্য এটিএম কার্ড সঙ্গে রাখা জরুরি এবং তার সঙ্গে পিন মনে রাখতে হয়। ব্যাংকের তরফ থেকে ব্যবহার করার জন্য চার ডিজিটের পিন নম্বর জারি করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে এটিএম পিন সংক্রান্ত নানা তথ্য দেখা যায়। সোশ্যাল মাধ্যমে দাবি করা হয়েছে এটিএম পিন উল্টো করে টাইপ করলে স্থানীয় পুলিশের কাছে সতর্কবার্তা পৌঁছে যাবে! সোশ্যাল মিডিয়াতে খবর ছড়াচ্ছে উল্টো পিন ব্যবহার করলে নগদ টাকা বের হলেও এটিএম মেশিনে আটকে যাবে!

এই খবরের সত্যতা কতখানি? এইচডিএফসি এবং আইসিআইসিআই এর মত একাধিক বেসরকারি ব্যাংকের তরফ থেকে জানানো হচ্ছে এমন কোনো দাবি সত্যি নয়। ব্যাঙ্গালোর মিররের রিপোর্টে জানানো হয়েছে এটিএম মেশিন থেকে পুলিশকে সতর্ক করার প্রযুক্তির সম্ভাবনা থাকলেও এখনও বাস্তবায়িত করা যায়নি।

আরো পড়ুন: গুগলে পুরুষরা যে ৫ টি জিনিস বে’শি সা’র্চ করেন

এটিএম থেকে টাকা তোলার সময় প্রত্যেক লেনদেনের আপডেট পাওয়ার জন্য নিজের একাউন্টের সঙ্গে ইমেইল এবং মোবাইল নাম্বার যুক্ত করুন। অচেনা এটিএম থেকে টাকা তুলবেন না। নিরাপত্তারক্ষী আছে এমন এটিএম থেকে টাকা তুলুন।

এটিএমে অত্যধিক ভিড় থাকলে এড়িয়ে চলুন। এটিএম থেকে টাকা তোলার সময় কেউ আপনার পিন প্যাডের দিকে লক্ষ্য রাখছে কিনা খেয়াল রাখুন। নিয়মিত ব্যাংক স্টেটমেন্ট নজর রাখুন।

এটিএম কখনো চুরি গেলে দ্রুত সংশ্লিষ্ট হেল্প লাইনে যোগাযোগ করুন। এটিএম পিন মাঝেমধ্যে পাল্টে নিন। অপরিচিত ব্যাক্তিকে কার্ডের নম্বর কিংবা তথ্য জানাবেন না। কার্ড ব্যবহার করার সময় অপরিচিত কোনো ব্যক্তির সাহায্য নেবেন না।