সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার আ’স’ছে LIC-র IPO, জানুন তারিখ, রইলো কিছু গুরুত্বপূর্ণ ত’থ্য

আসছে LIC-র আইপিও। চলতি মাসেই LIC-র IPO খসড়া তৈরি হতে পারে। রিপোর্ট বলছে, ইতিমধ্যেই কোম্পানির আইপিওর খসড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে সংস্থার আধিকারিকরা।

সেই ড্রাফট জানুয়ারির তৃতীয় সপ্তাহেই শেয়ার বাজার নিয়ন্ত্রক (SEBI)-র কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে। রিপোর্ট বলছে, জানুয়ারির তৃতীয় সপ্তাহেই SEBI-র কাছে অনুমোদনের জন্য জমা দেওয়া হবে LIC IPO-র ড্রাফট। ইতিমধ্যেই বিশ্ব বাজারের বড় বিনিয়োগকারীদের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন LIC-র উর্ধ্বতন কর্তৃপক্ষ।

সূত্রের খবর, গ্লোবাল ইনভেস্টারদের কোম্পানি জানিয়েছে, তাদের ইউলিপ, অ্যানুয়িটি, পেনশন স্বাস্থ্য বিমার প্রোডাক্টের ওপর জোর দেওয়ার কথা ভাবছে কোম্পানি। সেই অনুযায়ী যুব প্রজন্মকে কোম্পানির কাজে নিয়োগ করা হবে।

২০২২ অর্থবর্ষের মধ্যে LIC IPO বাজারে আনা হবে। সম্প্রতি LIC IPO আসার দিনক্ষণ পিছিয়ে দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। যদিও সেই খবরের কোনও ভিত্তি নেই বলেই পরিষ্কার করে দিয়েছে কেন্দ্র। সরকারের তরফে বলা হয়েছে, নির্ধারিত সময়েই আসবে LIC IPO।