সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ৩ রাশির জাতক-জাতিকাদের খা’রা’প সময় শু’রু হচ্ছে ১২ জুলাই থেকে!

জ্যোতিষশাস্ত্রে ক্ষতিকর গ্রহ বলতে শনি অন্যতম। সূর্য ও ছায়ার পুত্র শনি। শনির প্রকোপ থেকে রক্ষা পেতে মানুষকে কত কীই না করতে হয়। অনেকে নানা রকম গ্রহরত্ন পাথর ধারণ করে। যে যেমন কাজ করে, তাকে তেমন ফল দেন শনি।

অর্থাৎ শনি হলেন কর্মফলের দেবতা। যদি কোনো ব্যক্তির উপরে শনিদেব সন্তুষ্ট হন সেক্ষেত্রে তাঁর জীবনে খুশির সীমা থাকে না। তাঁকে রুখতে পারে এমন কেউই নেই ৷ অন্যদিকে শনিদেবের রোষে জীবন একেবারে ছারখার হয়ে যায় ৷ মানুষের জীবন নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে ৷

শাস্ত্র মতে, জুলাই মাসের শুরুতে রাশি পরিবর্তন করে শনি গ্রহ প্রবেশ করবেন মকর রাশিতে, সেখানে তার অবস্থান হবে আগামী ২০২৩ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

আরো পড়ুন: স্নান করার আগে আপনার পেট ভ’রে খাওয়ার অ’ভ্যা’স আছে? শরীরে কি প্র’ভা’ব পড়ে?

আগামী ১২ জুলাই শনিগ্রহের রাশি পরিবর্তনের দিন। জুলাই মাসে এই রাশি পরিবর্তন তিন রাশির জন্য অত্যন্ত শুভ হলেও বাকিদের বিশেষ সাবধানে থাকতে হবে এই সময়।

জুলাই মাসে শনির রাশি পরিবর্তনের কারণে তিন রাশি শনির দশা থেকে মুক্তি পেতে চলেছেন। শনি মকর রাশিতে প্রবেশের সাথে সাথেই কর্কট ও বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জীবনে শুভদিন ঘনিয়ে আসবে।

মীন রাশির জাতকরা শনির সাড়ে সতী দোষ থেকে মুক্তি পাবেন। আর এই তিন রাশির ভালো সময়ের যোগ থাকবে আগামী ২০২৩ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

অন্যদিকে এই সময় থেকে শনির দশা শুরু হবে মিথুন আর তুলা রাশির জন্য। আর ধনু রাশির এই সময়ে শনির সাড়ে সতী দোষ শুরু হবে। তবে এটি মাত্র ৬ মাসের জন্য থাকবে বলেই জানা যাচ্ছে। আগামী বছর ১৭ জানুয়ারি থেকে এই তিন রাশির জাতক ও জাতিকাদের জন্য আবার শুভ সময় শুরু হবে।

শনিদেবকে তুষ্ট রাখবেন কিভাবে!

• শনিবার রাতে শনিদেবের উদ্দেশ্যে ধুনো অর্পণ।

• শনির মন্ত্র জপ।

• শনি চালিসা ও হনুমান চালিসা পাঠ।

• অভাবীকে দান।

• শনিবার সন্ধ্যায় কালো কুকুরকে খাবার দান।

• শনিবার শনি সংক্রান্ত জিনিস দান।

• শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছ প্রদক্ষিণ।

• শনিবার সন্ধ্যায় পিপল গাছের সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালানো।