সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার অন্য দেশের উপর চীনের দাদাগিরি, জাপানের সী’মা’না’য় চাইনিজ ফৌ’জে’র দাপাদাপি

ভারতের পর এবার তাদের লক্ষ্য জাপান সীমান্ত, ভারতের সীমান্তে চীনের লক্ষ এবার জাপান। এমনটা বলার কারণ হলো, গতকাল সোমবার জাপানের তরফ থেকে জানানো হয়েছে চিনের লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার ও সাথে ফ্লাইট অপারেশন কারী ৫ টি যুদ্ধ জাহাজের ওপর নজর রাখা হচ্ছে।

আর এই নজর রাখার জন্য তারা কেবল ব্যবহার করছে জেট ফাইটার, বিমান ও যুদ্ধজাহাজ।প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান দ্বীপ ওকিনাওয়া আর মিয়াকোজিমা দ্বীপের মাঝেই তারা টহল দিচ্ছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী বাহিনী সহ। সেই হানা দেওয়ার পর থেকেই জাপানের প্রতিরক্ষা বাহিনী তাদের ওপর নজর রাখছে বলে জানা যাচ্ছে।

সংবাদমাধ্যমে তারা সেটা স্বীকার করেছে। তবে এটা নতুন কিছু না, কারণ এর আগে চীনের এই ধরনের কর্মকাণ্ড লক্ষ্য করা গেছে বিশেষ করে কিছুদিন আগেই চীন যুদ্ধ মহড়া করেছে জাপানের দ্বীপ গুলির খুবই কাছে। যেটা খুবই আপত্তিজনক ছিল জাপানের কাছে।

আরো খবর: ২০২৩ সালে বি’রা’ট ধা’মা’কা, চার গ্রহের রাশি পরিবর্তনে আ’র্থি’ক পরিস্থিতি ব’দ’লে যা’বে এই রা’শিগুলোর

এই সমস্ত কিছু হওয়ার জন্য জাপান ইতিমধ্যেই জানিয়েছে চীনের সামরিক মহড়া থেকে বিরত করতে আগামী পাঁচ বছরের মধ্যে তারা প্রতিরক্ষা খাতে ব্যায় দ্বিগুণ করবে। এমনকি চিন যাতে তাইওয়ানের জলভাগেও যাতে সামরিক মহড়া করতে না পারে চিন তার জন্ম ব্যবস্হা গ্রহণ করবে জাপান।