সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যখন যেটি ই’চ্ছে হ’চ্ছে সেই সাবানই কিনছেন? নিজের সমস্যা নিজেই ডে’কে আনছেন!

দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য সাবান অতিগুরুত্বপূর্ণ সামগ্রী। সামগ্রী অনুসারে আলাদা আলাদা সাবান রয়েছে বাজারে। আপনার ত্বকের ধরন অনুসারে সাবান কিনছেন তো? দেখে নিন কোন ত্বকের জন্য কোন সাবান সবথেকে বেশি উপযোগী।

অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান : এই সাবান সাধারণত তরল বা কঠিন বার আকারে পাওয়া যাবে। এই সাবান অতিরিক্ত ব্যবহার করলে ত্বকের শুষ্কতা বা জ্বালাপোড়ার সমস্যা হতে পারে।

অ্যান্টি ব্রণ সাবান : অ্যান্টিব্যাকটেরিয়াল, এক্সফোলিয়েটিং এবং কমোডলাইটিক বৈশিষ্ট্যসহ এই সাবান মুখ, বুকে এবং পিঠের ব্রন দূর করতে ব্যবহার করা হয়। অতিরিক্ত ব্যবহার করলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

আরো পড়ুন: মৃ’ত্যু’র আগে এই কাজটি করে যে’তে চান তিনি, কোন ইচ্ছা এখনো পূরণ হয়নি দীপিকার?

ভেষজ সাবান : এর মধ্যে রয়েছে ত্বকের জন্য প্রয়োজনীয় নানা উপযোগী উপাদান। এটি ত্বককে উজ্জ্বল করে তুলতে পারে। এর মধ্যে রয়েছে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস।

ময়েশ্চারাইজিং সাবান : এই সাবান ত্বকের আর্দ্রতা ধরে রাখে। সাবানের ক্ষারীয় ভাবের জন্য ত্বক শুষ্ক এবং খসখসে হতে পারে। এমন সাবানে ক্ষার কম থাকে।

সব সময় ত্বকের ধরণ মাথায় রেখে সাবান কেনা উচিত। অ্যালোভেরা, কোকো মাখন, অ্যাভোকাডো, উদ্ভিদ তেল রয়েছে এমন সাবান ব্যবহার করা ত্বকের জন্য ভালো।

তৈলাক্ত ত্বকের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ল্যাভেন্ডার ক্যামোমাইল যুক্ত সাবান ব্যবহার করা ভাল। ত্বক সংবেদনশীল হলে ভিটামিন ই এবং যদি জোজোবা তেল যুক্ত সাবান ব্যবহার করতে হবে। মিশ্র ত্বকের জন্য গ্লিসারিন সাবান ব্যবহার করতে হবে।