সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ক’রো’না রো’ধ করতে ভ্যাকসিনের থেকেও বে’শি কার্যকরী এই জিনিসটি! WHO কি বললো?

কোভিড নিয়ে ফের চিকিৎসকদের মাথা ব্যাথা শুরু হয়েছে, কারণ ফের চিনে হামলা দিয়েছে করোনা। তবে আগের তুলনায় এখন পরস্থিতি অনেকটাই স্বাভাবিক কারণ এখন হাতের কাছেই রয়েছে ভ্যাক্সিন।

কিন্তু প্রথম দিকে সেইসব আর ছিল কোথায়? কিন্তু ভ্যাক্সিন থাকা সত্ত্বেও হু যেটার প্রতি মনোযোগ দেওয়ার কথা বলছে সেটা হল মাস্ক । একা কোনোটাই শক্তিশালী নয়, দুটো মিলে একে অপরের পরিপূরক।

তাই হু এর তরফ থেকে জানানো হয়েছে যে, হাইব্রিড ইমিউনিটি যেটা কিনা ভ্যাক্সিনের থেকেও ভালো বলে প্রমাণিত হয়েছে।যাদের কোভিডের হাইব্রিড ইমিউনিটি রয়েছে তাদের ক্ষেত্রে সংক্রমণের ৯৫% কম সম্ভাবনা রয়েছে, যারা কিনা ভ্যাক্সিন নিয়েছে তাদের তুলনায়।

আরো খবর: সা’র্জি’ক্যা’ল স্ট্রা’ই’ক নিয়ে দিগ্বিজয় সিংয়ের ম’ন্ত’ব্য নি’য়ে মু’খ খুললেন রাহুল গান্ধী

ওমিক্রনের বিএফ সেভেন ও এক্সবিবি ১.৫ ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়ে যাওয়ার কারণেই আরও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে গবেষণায় এটাও বলা হয়েছে যে ভ্যাক্সিনের মাধ্যমে দেহে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা কিংবা কোভিডের থেকে প্রবেশ করা রোগ প্রতিরোধের ক্ষমতা।

এখনও কিন্তু মানুষের বেশ কয়েকটি উদ্বেগের কারণ হিসেবে রয়েছে, বিশেষ করে শীতের সময় কিভাবে রোগের প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে সেই নিয়ে বিজ্ঞানীরা এখনও উদ্বেগের মধ্যে রয়েছে।