সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ি’র ছা’দে রাতে’র অ’ন্ধ’কা’রে টাও’য়ার ব’সা’নো’র অ’ভি’যো’গ

বাড়ির ছাদে রাতের অন্ধকারে টাওয়ার বসানোর অভিযোগ

মালদা,২৬ মে : রাতারাতি বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসানোর অভিযোগ। ঘটনার প্রতিবাদে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানাল স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, পুরাতন মালদা পৌরসভার ২০ নং ওয়ার্ডের বাসিন্দা শিশির দাস তার বাড়ির ছাদে একটি মোবাইল টাওয়ার বসাচ্ছিলেন। রাতের অন্ধকারে টাওয়ার বসানোর অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেআইনিভাবে রাতের অন্ধকারে মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছে এলাকায়। বারবার নিষেধ করা সত্ত্বেও টাওয়ার বসানোর কাজ বন্ধ করেননি শিশিরবাবু।

টাওয়ার বসলে পলিউশন যেমন ছড়াবে তার পাশাপাশি বয়স্ক শিশুরা অসুস্থ হয়ে পড়বেন বলে এই আশঙ্কা করেন তারা। টাওয়ার বসানোর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জেলাশাসক, পুরাতন মালদা পৌরসভা, পলিউশন কন্ট্রোল দপ্তরে লিখিত অভিযোগ জানান।
তাদের আরও অভিযোগ, মোবাইল টাওয়ার কাজ বন্ধ করতে বলায় শিশিরবাবু দলবল নিয়ে স্থানীয়দের মারধরের হুমকি দেন।
পুলিশ ঘটনাস্থলে আসলেও কাজ বন্ধ করা হয়নি মোবাইল টাওয়ারের।

পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, টাওয়ার বসালে পৌরসভার অনুমতি নিতে হয়। রেভিনিউ জমা দিয়ে তারপরে টাওয়ার পছন্দ প্রক্রিয়া শুরু হয়। যিনি টাওয়ার বসাচ্ছেন তিনি বেআইনিভাবে এ কাজ করছেন। ও সবার পক্ষ থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তবে এই বিষয়ে শিশির দাসের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।