সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেশি ধান কে’না’র টা’র্গে’ট, অনেকটা বা’ড়’লো সহায়ক মূ’ল্য, হাসি চ’ও’ড়া হবে কৃষকদের

উৎসবে পরমুহুর্তেই কার্যত ধান বিক্রির তোড়জোড় শুরু হয়ে যায় বাংলা জুড়ে। এই সময়টা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আর এখনই নবান্নের তরফ থেকে কৃষকদের জন্য করা হলে একটি বড় ঘোষণা। নবান্নে তরফ থেকে জানানো হয়েছে এবার কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কিনবে সরকার। শুধু তাই নয় ধান কেনার পরিমাণটাও বাড়িয়ে দেওয়া হয়েছে।

স্বভাবতই রাজ্যের কৃষকদের মধ্যে খুশির বন্যা বয়ে গিয়েছে এই খবরে। মুর্শিদাবাদে এই নিয়ে ঘোষণা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা খাদ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে গত বছর জেলায় প্রায় 4 লক্ষ 5 হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এই বছর সেই টার্গেট বাড়িয়ে চার লক্ষ 32 হাজার টন করা হয়েছে। সঙ্গে কুইন্টাল প্রতি বাড়তি দামও দেওয়া হবে কৃষকদের।

গত বছর প্রতি কুইন্টাল 1868 টাকা দরে ধান কেনা হয়েছিল। এই বছর 1940 টাকা প্রতি কুইন্টাল দরে ধান কিনবে নবান্ন। অর্থাৎ গতবারের তুলনায় প্রতি কুইন্টাল ধানের সহায়ক মূল্য 72 টাকা বেশি দেবে নবান্ন। এতে উপকৃত হবেন কৃষকরা। যদিও এরই মধ্যে আবার কৃষকদের মাঝে অন্য আশঙ্কা দানা বেঁধেছে।

কৃষকদের একাংশের দাবি, কিষান মান্ডিতে ধান বিক্রি করতে গিয়ে তাদের অনেক ঝামেলা নিতে হয়। ফড়েরা কৃষকদের একাংশের কাছ থেকে ধান কিনে নেয়। ধানের দাম বেড়ে গেলে তারা আবার সক্রিয় হয়ে উঠবে। তাই কৃষকরা যাতে প্রকৃতপক্ষে তাদের প্রাপ্য সুবিধা পায় তা সরকারের দেখা উচিত। যদিও খাদ্য দপ্তর জানিয়েছে কৃষকরা যাতে নিজেরাই নিজেদের ধান বিক্রি করতে পারেন সেদিকে লক্ষ্য রাখা হবে।