সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্যাচপ্যাচে গরমে ঠান্ডার অনুভূতি দে’বে এই Air Cooler, কেবলমাত্র পাওয়া যা’চ্ছে Amazon-এ

এপ্রিল মাসের গরমেই হাসফাঁস করছে সকলে। রোদের যা তেজ তাতে সানস্ট্রোক বুঝি হয় হয়। তাহলে ভাবুন তো মে জুন মাসে কি হবে! ভাবতেই গরমটা আরও বেশ খানিকটা বেড়ে গেল তাই না! আর গরম বাড়ার সঙ্গে সঙ্গে কষ্টও বাড়বে। ফ্যান চালিয়ে পুরোপুরি স্বস্তি আদৌ পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না।

হয়তো এরমধ্যে অনেকেই AC বসানোর পরিকল্পনা নিয়ে ফেলেছেন। ঠিক বললাম তো! কিন্তু AC-র কথা ভাবলেই তো হল না, এক্ষেত্রে সব থেকে বড় সমস্যা হল বাজেট। আর গরম বাড়ার সাথে সাথে প্রতিটি সংস্থাই AC-র এমন দাম বাড়াবে যে গরমে আরও বেশি করে ছ্যাঁকা লাগবে।

পকেটের অবস্থা সঙ্গীন অথচ এই গরম থেকে বাঁচতে একটা AC না কিনলেই নয়! তাহলে সেক্ষেত্রে বলব এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সুরাহা দিচ্ছে একমাত্র Amazon। মাত্র 1500 টাকার কমে কেনা যাচ্ছে পোর্টেবল AC। যার মাধ্যমে আপনি বেডরুম থেকে ড্রয়িংরুম সব জায়গায় পাবেন ঠান্ডা ঠান্ডা কুল কুল অনুভূতি।

Amazon-এ রয়েছে Arctic air Go Arctic Air Portable 3 In 1 Conditioner। সংস্থার তরফে এটিকে এয়ার কন্ডিশনার বলা হচ্ছে ঠিকই, তবে এটি একটি এয়ার কুলার। বাড়ি থেকে শুরু করে অফিসের পার্সোনাল কেবিন অথবা কোনও আউটডোর পার্টি সব জায়গায় ব্যবহার করতে পারবেন ওই কুলার। এটিকে খুব সহজেই যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়।

এই এয়ার কুলারটি পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চালানো সম্ভব। এছাড়াও ল্যাপটপ USB পোর্ট, মোবাইল ফোন অ্যাডপ্টার, গাড়ির অ্যাডপ্টারের সঙ্গেও কানেক্ট করা সম্ভব। কুলারের পিছনে একটি ওয়াটার ইনলেটের ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে বাইরে থেকে জল পাইপের মাধ্যমে ঢোকানো সম্ভব। কুলারে মোট তিনটি মোড দেওয়া হয়েছে। তারমধ্যে রয়েছে লো স্পিড মোড, মিডিয়াম স্পিড মোড এবং হাই স্পিড মোড।

এই এয়ার কুলারটির দাম রয়েছে 4,500 টাকা। কিন্তু বিশেষ ছাড়ে মাত্র 1399 টাকায় ওই কুলার কিনতে পারবেন। এর সঙ্গে ক্রেডিট বা ডেবিট কার্ডেও ছাড় দেওয়া হবে। তবে এই কুলারটি Amazon থেকে একবার কিনলে তা আর রিটার্ন হবে না।