সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার টয়ট্রেন চ’ল’বে রাতেও, নতুন কি’ছু’র খোঁ’জে দার্জিলিং

বাঙালীর দার্জিলিং ভ্রমণ সত্যিই অভূতপূর্ব, দার্জিলিং এর সাথে বাঙালীর আবেগ দারুণ ভাবে জড়িত। আর দার্জিলিং যেটা ছাড়া অচল সেটা হল ট্রয় ট্রেন। পাহাড়ী আকাবাকা পথ দিয়ে হেলে দুলে চলেছে সে, আর তার সাথে সাক্ষী থাকছে অপরুপ সৌন্দর্য্যের। দার্জিলিং মানেই ট্রয় ট্রেন আর সেটা ছাড়া দার্জিলিং ভ্রমণ অচল।

এবার সেই আবেগকে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দিতে ও দিনের সাথে রাতের পাহাড়ী সৌন্দর্য্যকে সাক্ষী রাখতে এবার রাতেও চালানো হবে ট্রয় ট্রেন। দিনের বেলায় রোদের ঝলকানীতে পাহাড়ের সৌন্দর্য্য এক ভাবে ধরা দেয় পর্যটকদের চোখে আর রাতের পাহাড় আরও বেশী রহস্যময় ও রোমাঞ্চতে ভরা।

ইতিমধ্যেই পর্যটকদের ঢল নেমেছে দার্জিলিং এর রাস্তায়, আর সেই কারণেই দার্জিলিং হিমালয়ান রেল ওয়েজ এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে, যে রাতের দার্জিলিং এও চলবে ট্রয় ট্রেন। ১২ নভেম্বর পাহাড়ে শুর হতে চলেছে ঘুম উতসব, আর প্রতিবারের মতো এবারও সেই টানে দার্জিলিং এ ছুটে গেছে হাজারো পর্যটক।

আরো পড়ুন: ফের ভূমিকম্প, আ’ত’ঙ্ক ভারতের উত্তর-পূর্বাঞ্চলে

এবার তাদেরই আনন্দ দিতে ১২ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাতেও চালানো হবে ট্রেয় ট্রেন, প্রতি শনিবার করে মিলবে রাতের রাইড ১২,১৯,২৬ নভেম্বর, ও ৪ ডিসেম্বর চলবে এই ট্রেন। কিন্তু ট্রেনটি কখন ছাড়া হবে সেটা এখনও স্পষ্ট জানা যায় নি।